তিনি ভিডিও শেয়ার করে লিখেছেন নদিয়ায় মহাপঞ্চমীর এক দুর্দান্ত মুহূর্ত ৷ বাঙালির অত্যন্ত প্রাণের কাছের একটি জনপ্রিয় লোকগীতি 'সোহাগ চাঁদ বদনি ধনী নাচো তো দেখি ৷' গানের সঙ্গে বেশ কয়েকজন মহিলার সঙ্গে কোমর দুলিয়েছিলেন মহুয়া মৈত্র ৷
advertisement
সেই ভিডিওই দুরন্ত গতিতে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ৷ গানের কথা এত সুন্দর যে বারেবারে দূরে সরে গিয়েও এই গানের প্রেমে পড়েছেন যেই গান ভালবেসেছেন ৷ এক সুন্দরীকে চাঁদের সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হয়েছে ৷ সেই নারীকেই একটু নাচতে বলা হচ্ছে ৷
আরও পড়ুন: বাড়ির পুজো, একমাত্র মেয়ের থেকে ১১৫ কিমি দূরে জেলযাপন, ভীষণ 'মন খারাপ' অনুব্রতর
মহাপঞ্চমীতে সত্যি সত্যি এমন বাঙালিয়ানা প্রতিটি বাঙালিকেই মুগ্ধ করে ৷ বাঙালির কাছে দুর্গাপুজোর যে গুরুত্ব যে কতখানি তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা ৷ এমনকী বাংলা বাদ দিয়ে অন্য ভাষাভাষির মানুষদের জন্য নবরাত্রি জীবনের সব থেকে বড় উৎসব ৷
আগামী কয়েকটি দিন আপাতত বাঙালি তাঁদের হাজার দুঃখ কষ্ট ভুলে মেতে থাকবে উৎসবে ৷ সেলিব্রিটি থেকে আম আদমি বর্তমানে সবার একটাই ভাললাগার জায়গা সেটি হল দুর্গাপুজো ৷