মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ। বাতাসে আগমনী বন্দনা। ব্যান্ডেলের কেয়টা মালাকার পাড়াতেও এখন পুজোর তোড়জোড়। মাতৃবন্দনার প্রস্তুতি। মালাকার পাড়ার ঘরে ঘরে শোলার কারিগর। বাপ ঠাকুরদার আমলের ব্যবসা। তাদের হাতেই তালিম। শোলার চাঁদমালা থেকে কদমফুল, মুকুট, ডাকের সাজ।
আরও পড়ুন- Durga Puja 2022: জমিদার বাড়ির পুজো, মা এখানে মেয়ের রূপে, স্বপ্নাদেশেই পুজোর শুরু
advertisement
একসময় এসবই তৈরি হতো মালাকার পাড়ায়। এখন অনেক পরিবারই শোলার কাজ ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছেন। মালাকার পাড়ার সাত আট ঘরেই বেঁচে রয়েছে প্রাচীন এই শিল্প।
আরও পড়ুন - Murshidabad News: মোবাইল গেমে আসক্তি, বাবা-মায়ের বকাবকি, চরম পরিণতি কিশোরের
পদ্মফুল না হলে দুর্গাপুজো হয়না। মঙ্গলঘটে লাগে শোলার কদমফুল। এবার বায়নাও বেশি। মালাকার পাড়ায় এখন রাতদিনের ব্যস্ততা।পুজো আসছে। পুজো ভাসছে। মনে মনে, মেঘে মেঘে। ব্যান্ডেলের মালাকার পাড়ার ঘরে ঘরে এখন পুজোর প্রস্ততির জোর ব্যস্ততা।
