এই পরিবারের পুজোয় অংশ নিয়েছিলেন বিদ্যাসাগর৷ বহুবার তিনি সিংহরায় পরিবারের পুজোয় উপস্থিত থেকেছেন৷ পারিবারিক নানা দলিল, পুঁথি ঘিরে এই সিংহরায় পরিবারের এমনই নানা ইতিহাস জানতে পারা যায়৷ এখানে তাঁর জন্য একটি ঘরও নির্দিষ্ট করা ছিল৷ এছাড়াও জমিদার বাড়ি লাগোয়া একটি পুকুর, তার বাঁধানো ঘাট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুব প্রিয় ছিল। সেই জায়গায় ছিল দুটি ঘরও ছিল। যা আজ ধ্বংসপ্রায়। সেখানে বসে পড়াশোনা লেখালেখির কাজ করতেন বিদ্যাসাগর।
advertisement
আরও পড়ুন - ‘‘আমার মেয়ে যদি...’’ ঝুলনের প্রসঙ্গে সানা-র উল্লেখ্য করে যা বললেন সৌরভ
প্রতিপদে শুরু হয় এই সিংহরায় পরিবারের জমিদার বাড়ির পুজো৷ এই পরিবারের মহিলা সদস্যরা আগে দেবীর কাছে পুষ্পাঞ্জলি যখন দিতে আসতেন তখন গ্রামের সাধারণ মানুষ তাঁদের মুখ দেখতে পেতেন না৷ মন্দিরের ভিতরে পর্দা ঘেরা জায়গায় বসে তারা অঞ্জলি দিতেন৷ একমাত্র পুরোহিত মহিলাদের মুখ দেখতে পেতেন৷ এখনও সেই প্রথাই চলে আসেছে সিংহরায় পরিবারের৷ এই পরিবারের পুজোর সমস্ত আয়োজন আজও সেই পুরানো রীতি মেনেই বাড়ির পুরুষরা করে আসছেন৷ এখনও কোনও মহিলা পুজোর কোনও কাজে অংশ নেন না৷ বলিদানের সময়ে দেবীকে সন্দেশ দর্শন করানো হয়৷ এখনও জমিদার বাড়ির পুজো ঘিরে এই চকদীঘি এলাকা ছাড়াও আশপাশের গ্রামের মানুষের উন্মাদনা চোখে পড়ার মতন৷ পুজোর আগে এখন চকদিঘি সিংহরায় পরিবারের দুর্গা দালানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ গোটা এলাকা জুড়েই ব্যস্ততা৷
আরও পড়ুন - Weather Update: বেলা বাড়লেই কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, একাধিক রাজ্যে অ্যালার্ট জারি আইএমডি-র
এই বাড়িতে এক সময় সিনেমার শ্যুটিং হয়েছে নিয়মিত। বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায় এখানে থেকে তাঁর চলচ্চিত্রের শ্যুটিং করেছেন। সংস্কারের অভাবে বয়সের ছাপ স্পষ্ট তবুও সাবেকিয়ানায় ঐতিহ্যে আজও অনন্য পূর্ব বর্ধমানের জামালপুরের এই চকদিঘি জমিদারবাড়ি।
Saradindu Ghosh