TRENDING:

Durga Puja 2024: পড়াশোনার ফাঁকেই শখে ঠাকুর গড়া, অষ্টম শ্রেণির খুদের তৈরি দুর্গা এখন ভাইরাল নেট দুনিয়ায়

Last Updated:

বংশের কখনও কেউ প্রতিমা নির্মাণের কাজ করেননি। নদিয়ার রানাঘাট চুড়িপাড়ার অষ্টম শ্রেণীর ছাত্র রমিত সাহার ভাল লাগার বিষয় প্রতিমা নির্মাণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রানাঘাট: নদিয়ার রানাঘাটে পড়াশোনার ফাঁকেই শখের ঠাকুরগড়া! অষ্টম শ্রেণীর ক্ষুদে শিল্পীর হাতে তৈরি অসাধারণ দুর্গা প্রতিমা রীতিমতন আলোচনার বিষয় নেট দুনিয়ায়। বংশের কখনও কেউ প্রতিমা নির্মাণের কাজ করেননি। নদিয়ার রানাঘাট চুড়িপাড়ার অষ্টম শ্রেণীর ছাত্র রমিত সাহার ভাল লাগার বিষয় প্রতিমা নির্মাণ। সে যখন পঞ্চম শ্রেণীতে পড়ে তখন থেকেই প্রথমে মায়ের রুটি তৈরি করার আটা মাখা নিয়ে হাতেখড়ি এরপর উঠানের মাটি। একে একে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবকিছুই বানিয়েছে সে, তবে ছোট ছোট হাতে ছোটো ছোটো প্রতিমা।
advertisement

আরও পড়ুন: কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের ভার্চুয়াল উদ্বোধন হতেই দর্শকের ঢল

শুধু প্রতিমা নির্মানই নয় রীতিমতন রং এবং অন্যান্য সাজ পোশাক অলংকার সবকিছু তার হাতেই তৈরি। যদিও সেই মূর্তি পুজো কিংবা বিক্রি জন্য নয় ইদানিং ঘর সাজানোর শোপিস হিসেবে দুর্গা মূর্তি ব্যবহৃত হয়ে থাকে আপাতত সেই কাজে লাগালেও পরবর্তীতে রমিতের তৈরি প্রতিমা পুজো হবে এটাই সে চায় আর সেই লক্ষ্যে সে এগিয়ে যাবে বলেই জানিয়েছে। রমিতের বাবা বিশ্বনাথ সাহা স্কুল শিক্ষক মা রুমকি সাহা গৃহবধূ। ছেলের এই প্রতিমা গড়ার নেশায় কখনও বাধা দেননি তারা জানিয়েছেন পড়াশুনার সঙ্গে সঙ্গে ভাল লাগার বিষয় নিয়ে থাকতে হয় সে ক্ষেত্রে ছেলের এই ইচ্ছাকে তারা মান্যতা দিয়েছে। তবে তারা গর্বিতও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2024: পড়াশোনার ফাঁকেই শখে ঠাকুর গড়া, অষ্টম শ্রেণির খুদের তৈরি দুর্গা এখন ভাইরাল নেট দুনিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল