Low Budget Hotel At Birbhum Santiniketan During Poush Mela: ২৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। যা চলবে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত। আর এই সময় বোলপুর শান্তিনিকেতনের প্রায় ৯০ শতাংশ হোটেল বুকিং হয়ে রয়েছে। আর সেই কারণে বোলপুর শান্তিনিকেতন এসে পর্যটকদের পৌষ মেলা পরিদর্শনের পর বাড়ি ফিরে যেতে হচ্ছে। যদিও যে কয়েকটি হোটেল রয়েছে সেই হোটেলের ভাড়া বছরের অন্যান্য সময়ের থেকে অনেকটাই বেশি।



