Bankura News: প্রত্যন্ত জঙ্গলমহলের বুকেই যেন গর্জে উঠল ফুটবলের নতুন ডাক। আদিবাসী মেয়েদের অংশগ্রহণে এমন একটি ফুটবল টুর্নামেন্ট সচরাচর চোখে পড়ে না। কিন্তু বড়দিনকে কেন্দ্র করে বাঁকুড়া জেলায় আয়োজিত এই ব্যতিক্রমী ফুটবল উৎসব তাক লাগিয়ে দিয়েছে সকলকে। টুর্নামেন্টের নাম ‘নরেন্দ্র কাপ’—নামেই যেন লুকিয়ে আছে দৃঢ়তা, আত্মবিশ্বাস আর এগিয়ে যাওয়ার বার্তা।
Last Updated: Dec 25, 2025, 21:53 IST


