পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ভোর ৫টা নাগাদ বর্ধমানের পালিতপুরের একটি পরিবারের ৪ সদস্য টোটো করে মাছ ধরতে বর্ধমান থেকে গুসকরা অভিমুখে যাচ্ছিল। সেই সময় গুসকরা থেকে বর্ধমান অভিমুখী একটি পাথরবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে টোটোটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা দেহগুলি উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়।
advertisement
আরও পড়ুন: সিঙ্গল বেঞ্চের লাগাতার 'বিস্ফোরণ', সরে দাঁড়াল ডিভিশন বেঞ্চ! হাই কোর্টে বেনজির ঘটনা
মৃতদের নাম গঙ্গা সাঁতরা (৬৫), সরস্বতী সাঁতরা (৫৯),সীমা সাঁতরা (৪০),মামনী সাঁতরা (৩২) এবং টোটোচালক মইনউদ্দিন মিদ্যা (৩৬)। প্রত্যেকের বাড়ি পূর্ব বর্ধমানের পালিতপুর গ্রামে। টোটোচালক মইনউদ্দিনের বাড়ি সিজেপাড়া এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। রাস্তা খারাপ থাকায় দুর্ঘটনা ঘটে এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এ দিন ডাম্পারটি দ্রুত গতিতে চলছিল। উল্টো দিক থেকে টোটো চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তারপরই দুর্ঘটনাটি ঘটে।
Saradindu Ghosh