TRENDING:

রাত পেহালেই কোজাগরী লক্ষ্মী পুজো, তবু বিক্রি নেই বাজারে, মাথায় হাত ব্যবসায়ীদের

Last Updated:

সবজি বাদ দিলে এ বার তেমন দাম বৃদ্ধি হয়নি ফুল ফলের। তবু সব বাজারেই ভাটা পড়েছে কেনাকাটায় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Mritunjoy Das
advertisement

#কলকাতা: রাত পেহালেই কোজাগরী লক্ষ্মী পুজো। এই পুজো মানেই ফল, ফুল, সবজির বিপুল আয়োজন করতে হয় গৃহস্থকে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ সময় ফল, ফুল ও সবজির দাম বৃদ্ধি পায়। সবজি বাদ দিলে এ বার তেমন দাম বৃদ্ধি হয়নি ফুল ফলের।  কিন্তু সব বাজারেই ভাটা পড়েছে কেনাকাটায় ।

দুর্গা পুজার রেশ কাটতে না কাটতেই হাজির লক্ষ্মী পুজো।  রাত পেরোলেই ধনদেবীর আরাধনায় মাতবে বাংলা।  বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজোয় মাতবে আট থেকে আশি। কিন্তু এ বার এক ভিন্ন আবহে আসছেন ধনদেবী। করোনা আবহে মনে সুখ নেই আপামর মানুষের। তবু পুজো হবে বাড়িতে বাড়িতে। অধিকাংশ বাড়িতেই পুজো হবে একেবারে নিয়ম রক্ষার। ফল, ফুল, সবজী থেকে শুরু করে প্রতিমা কেনাকাটায় তাই ভাটার টান। ফলে বাঁকুড়ার সবজি থেকে ফল ফুল বাজারে ক্রেতাদের আনাগোনা বেশ কম।  চাহিদা কম থাকায় এ বছর ফল, ফুল ও প্রতিমার তেমন দাম বৃদ্ধি হয়নি।  যদিও সবজীর বাজার আগে থেকেই রয়েছে বেশ চড়া। তবে সব বাজারেই বিক্রিবাটা তেমন না থাকায় হতাশ ব্যাবসায়ীরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাত পেহালেই কোজাগরী লক্ষ্মী পুজো, তবু বিক্রি নেই বাজারে, মাথায় হাত ব্যবসায়ীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল