TRENDING:

টানা বৃষ্টিতে ধুয়ে গেছে সার, মাথায় হাত রাজ্যের শস্য ভান্ডারের ধান চাষীদের

Last Updated:

West Bengal Weather Update: যদিও দক্ষিণবঙ্গে এ'বছর আষাঢ় শ্রাবণ বর্ষার দেখা মেলেনি বললেই চলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গে আকাশের মুখ ভার। শুরু হয়েছে বৃষ্টি। কখনও মুষলধারে আবার কখনও ঝিরঝিরে মাঝারি বৃষ্টি চলছেই। আর এই বৃষ্টিতেই মাথায় হাত ধান চাষীদের। সবে মোটা টাকা খরচ করে জমিতে সার ছড়িয়ে ছিলেন কৃষকরা। বৃষ্টির জলে সেই সার ধুয়ে গেছে। তাতেই ক্ষতির মুখে তাঁরা। তবে এই বৃষ্টি ধান চাষের পক্ষে খুবই উপকারী হবে বলেই জানিয়েছে জেলা কৃষি দপ্তর।
নিজস্ব ছবি ৷
নিজস্ব ছবি ৷
advertisement

দক্ষিণবঙ্গে এ'বছর আষাঢ় শ্রাবণ বর্ষার দেখা মেলেনি বললেই চলে। যে সময় ধান গাছ বপন করার সময়। সেই সময়ে কৃষকরা বৃষ্টির আশায় হা পিত্যেশ করে বসে থাকলেও নিরাশ হয়েছেন।

সাবমারসিবল মাধ্যমে মাটির তলা থেকে জল তুলে অনেকে চাষ করেছেন শেষের দিকে কিছু পরিমাণ বৃষ্টিতে ধান রোয়া হয়েছিল। কিছু চাষী আর ধান রুইতে পারেননি।

advertisement

তবে বর্তমানে ধান গাছ অনেকটাই বড় হয়ে গিয়েছে। বাড়তি ফলনের আশায় কৃষকরা জমিতে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করেছেন। ঠিক তারপর থেকে শুরু হয়েছে বৃষ্টি। এতে জমিতে প্রয়োগ করা সার বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে বেড়িয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন খণ্ডঘোষ, রায়না, গলসি, আউশগ্রাম, মন্তেশ্বর, কালনার কৃষকরা।

তাঁরা বলছেন, সার দেওয়ার পরপরই বৃষ্টি হল। তা ধুয়ে চলে গেছে। আবার কৃষি দপ্তরের পরামর্শ নিয়ে নতুন করে সার প্রয়োগ করতে হবে। দিন দিন চাষের খরচ বাড়ছে। তাতে লাভের লাভ কিছুই থাকছে না। তার ওপর আবার সার কেনার খরচ বাড়লো।

advertisement

আরও পড়ুন: Tejas Express: Modi সরকারের কর্মীদের জন্য বাম্পার খবর! এই ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রা করার সুযোগ

তবে জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন,এই নিম্নচাপের জেরে বৃষ্টির কারণে ধানের ফলন ভালো হবে। অনেক জমিতেই জল টান দেখা দিচ্ছিল। মাটি ফেটে যাচ্ছিল। এর ফলে গাছের বৃদ্ধি মার খেতে পারতো।এই সময় ধান জমিতে এক দু ইঞ্চি জল দাঁড়িয়ে থাকা প্রয়োজন।

advertisement

আরও পড়ুন:  Gold Price Today: ফের কলকাতায় সোনার দামে ধস! হাজার হাজার টাকা সস্তা

সেই বৃষ্টি মিলেছে। এরপর আরও বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। বৃষ্টির ফলে ধান গাছ পোকামাকড়ের থেকে অনেকটাই বাঁচবে। কীটনাশকের খরচ কমবে। ফলনও ভাল হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Saradindu  Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টানা বৃষ্টিতে ধুয়ে গেছে সার, মাথায় হাত রাজ্যের শস্য ভান্ডারের ধান চাষীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল