TRENDING:

Bangla News: কোথায় হারিয়ে গেছে মা, কেটে গেল কতদিন! লক্ষ্মীপুজোর রাতে এল সেই ফোন...

Last Updated:

Bangla News: লক্ষীপূজার রাত থেকে জয়নগর থানা এলাকায় শ্রীপুরের কাশিমপুর গ্রামে দ্রৌপদী প্রামানিককে দেখতে পান 'আমরা সবাই' ক্লাবের সদস্যরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়নগর: দীর্ঘ ৬ বছর নিখোঁজ থাকার পরে জয়নগর থানার পুলিশ ও স্থানীয় ক্লাবের সহযোগিতায় মা-কে ফিরে পেলেন মেয়ে ।
মায়ের খোঁজ এল (প্রতীকী ছবি)
মায়ের খোঁজ এল (প্রতীকী ছবি)
advertisement

নিমতা থানার স্বামী বিবেকান্দন সরণীর বাসিন্দা দ্রৌপদী প্রামানিক (৬৫) নিখোঁজ হয়েছিলেন ২০১৫ সালে। বাড়ি থেকে ৬ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়ার পর অনেক খুঁজলেও পাওয়া যায়নি তাঁকে।

লক্ষীপূজার রাত থেকে জয়নগর থানা এলাকায় শ্রীপুরের কাশিমপুর গ্রামে দ্রৌপদী প্রামানিককে দেখতে পান 'আমরা সবাই' ক্লাবের সদস্যরা। তাঁকে দেখা যায় এলাকার দোকান থেকে খাওয়ার কিনতে। এলাকার সকলের সন্দেহ হওয়ায় ওই বৃদ্ধাকে তাঁরা জিজ্ঞাসাবাদ করলে তিনি কিছু বলতে চান না।

advertisement

কিন্তু তাঁকে লিখতে দিলে উনি নিজের নাম, আত্মীয়ের নাম, ঠিকানা লিখে দেন। ক্লাবের ছেলেরা তৎক্ষণাৎ জয়নগর থানায় ঘটনাটি জানায়। এরপরই বৃদ্ধার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করেন জয়নগর থানার পুলিশ। শুক্রবার ওই বৃদ্ধার মেয়ে আসেন জয়নগর থানায়। দীর্ঘ ৬ বছর পরে মা-কে ফিরে পেয়ে আনন্দিত মেয়ে উমা মণ্ডল।

আরও পড়ুন: সাংসদ পদে পদত্যাগ সাঙ্গ, বাবুল সুপ্রিয়কে এবার বড় দায়িত্ব দিল তৃণমূল!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দীর্ঘ ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়া, থানা-পুলিশ, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে মা-কে খোঁজার চেষ্টা করছেন মেয়ে ও তাঁর পরিবার। কিন্তু কোন ভাবেই মা-কে ফিরে পাওয়া সম্ভব হয়নি। অবশেষে তা পাওয়া সম্ভব হল। সেই কারণেই জয়নগরের স্থানীয় ক্লাব এবং থানাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সকলে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: কোথায় হারিয়ে গেছে মা, কেটে গেল কতদিন! লক্ষ্মীপুজোর রাতে এল সেই ফোন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল