এই ঘটনার কয়েকদিনের মধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে ৫ কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে হাতে নাতে গ্রেফতার করল বীরভূমের রাজনগর থানার পুলিশ । গতকাল, সোমবার বিকেলে সার্কেল ইন্সপেক্টর পীযূষ কান্তি লায়েক-এর তত্ত্বাবধানে অভিযান চালিয়ে রাজনগর থানার ওসি প্রসেনজিৎ দত্ত বীরভূমের রাজনগরের গুরকাটা মোড় থেকে এক ব্যক্তিকে ৫ কেজি গাঁজা-সহ হাতেনাতে গ্রেফতার করেন ।
advertisement
আরও পড়ুন: হাঁসখালি পথদুর্ঘটনার তদন্তে ঘটনাস্থলে ফরেনসিক দল
জানা গিয়েছে, ধৃত গাড়ি ভর্তি গাঁজা নিয়ে বীরভূমের চন্দ্রপুর থেকে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল। সেই সময়েই রাজনগর থানার পুলিশ তল্লাশি চালিয়ে ব্যক্তির কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয় ।
আরও পড়ুন: বীরভূমে ডেউচা-পাচামি কোল ব্লক, স্থানীয়রা চান আদিবাসী নেতাদের সঙ্গেই হোক আলোচনা
তদন্তে জানা যায়, ধৃতের বাড়ি ঝাড়খণ্ডের দুমকা জেলার টংরা থানার অন্তর্গত বাঁশকুলি গ্রামে । আজ, মঙ্গলবার সকালে ব্যক্তিকে সিউড়ি আদালতে পেশ করা হয়েছে।