বিসর্জনের দিন বিডিওর গাড়ির চালক অভিষেক চৌধুরী দক্ষিনখন্ড বাজারে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে পান কিনছিলেন । সেসময় সেই পথ দিয়ে যাচ্ছিল বিসর্জনের শোভাযাত্রা । রাস্তায় বিডিও-র গাড়ি দাঁড়িয়ে থাকায় বাধা পায় শোভাযাত্রা ৷ গাড়িচালক অভিষেককে সেখান থেকে গাড়ি সরাতে বলে অনন্তরা । অভিযোগ, অভিষেক দেরি করায় মারধর করে অনন্ত ও তার অনুগামীরা । পরে অভিষেকের বাড়িতে গিয়ে হুমকিও দেয় অনন্ত ঘোষ ও তার চেলাচামুণ্ডারা । সেদিনই অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অন্ডালের বিডিও মানস পান্ডা । শনিবার অভিযুক্ত অনন্ত ঘোষকে গ্রেফতার করল অন্ডাল থানার পুলিশ । ধৃতকে আগামীকাল তোলা হবে দুর্গাপুর মহকুমা আদালতে ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2016 7:02 PM IST