গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, “পঞ্চদশ অর্থ কমিশনের আর্থিক সহায়তায় প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় করে এটি নির্মাণ করা হয়েছে।”
অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি ভীমসেন মন্ডল জানিয়েছেন, “ব্লক সদর হওয়ায় আশেপাশের প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিদিন প্রশাসনিক ও দৈনন্দিন প্রয়োজনে বহু মানুষ রানিবাঁধ বাজারে আসেন। তাছাড়া বাজার এলাকার বাসিন্দারাও নানা প্রয়োজনে রাস্তায় বেরোন। তৃষ্ণা মেটাতে হয় পানীয় জলের বোতল বাড়ি থেকে নিয়ে আসতে হয় অথবা দোকানে কমপক্ষে ১৫ টাকা খরচ করে জলের বোতল কিনতে হয়। জঙ্গলমহল এলাকা হওয়ায় অনেকে বোতল কিনতে পারেন না।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এসব কথা মাথায় রেখেই এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানান ভীমসেন মন্ডল। তিনি জানিয়েছেন, “এলাকার মানুষজনদের সুবিধার্থে এই ওয়াটার এটিএম গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখানে দু’টাকায় এক লিটার বিশুদ্ধ পানীয় জল ও পাঁচ টাকায় এক লিটার শীতল বিশুদ্ধ পানীয় জল মিলবে”।
নীলাঞ্জন ব্যানার্জী





