ঝাঁ-চকচকে চেহারা। অত্যাধুনিক পরিষেবা। কল্যাণীর মানুষের রোগভোগে চোখ বুজে ভরসার জায়গা নদিয়ার কল্য়াণীর জেএনএম হাসপাতাল।
২০১০ সালে এই হাসপাতালে তৈরি হয় মেডিক্যাল কলেজ। এখন কল্যাণী জেএনএম হাসপাতাল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আওতায়। রাজ্য সরকারের উদ্যোগে পালটেছে হাসপাতােলর পরিকাঠামো। প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। পাল্লা দিয়ে বেড়েছে পরিষেবাও। নিখরচায় বিভিন্ন পরিষেবা পেয়ে হাসিমুখে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন মানুষ।
advertisement
হাসপাতালে ৮৫০-৯০০ বেড আইসিউ পরিষেবা চালু হয়েছে এসএনসিইউ, ডায়ালিসিস পরিষেবা ২৪ ঘণ্টা এমআরআই, সিটি স্ক্যান
এক্স রে, রক্ত পরীক্ষার ব্যবস্থা অত্যাধুনিক ৯টি অপারেশন থিয়েটার ৷ মানুষের কাছে ভরসার ঙহাসপাতাল
কল্যাণী জেএনএম হাসপাতালে রোগীদের চাপে আরও বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে। মা ও শিশুদের জন্য বিশেষ কেয়ার ইউনিট চালু করা হয়েছে। তৈরি হয়েছে অত্যাধুনিক ব্লাড ব্যাঙ্ক । এই ব্লাড ব্যাঙ্কে রক্তের গ্রুপ বিভাজনের মত সুবিধা থাকায় হঠাৎ প্রয়োজনে রক্তের সংকট এড়ানো যায়। রোগীদের সুবিধায় আরও কিছু পরিষেবা চালু হবে শীঘ্রই।
এছাড়াও হাসপাতালের নিরাপত্তায় একাধিক পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু নদিয়ারই নয়, আশেপাশের এলাকার মানুষও রোগমুক্তিতে খোঁজেন কল্যাণী জেএনএম হাসপাতালকে।
