প্রান্তিক বাঁকুড়ায় প্রত্যন্ত গ্রামেও ভাল চিকিৎসক চিকিৎসা প্রদান করতে পারছেন প্রযুক্তির সাহায্যে। কম্পিউটারে ভিডিও কলের মাধ্যমে চলছে ডাক্তারি। এটাকেই বলে টেলি মেডিসিন। আগামীদিনে ভারতবর্ষে চিকিৎসার ভবিষ্যৎ হতে চলেছে এটি, এমনটাই মনে করছে অনেকে।
আরও পড়ুন: বাঁকুড়ার টেরাকোটা স্পেশালিষ্ট ‘পাঁচমুড়া’! ‘মুড়া’তেই লুকিয়ে রয়েছে সব আটঘাট
গোটা জেলার মধ্যে খুব ভাল অবস্থানে রয়েছে বাঁকুড়া এক নম্বর ব্লক এবং হিড়বাঁধ ব্লক। ডাঃ স্বপন কুমার পাঁজা, ডাঃ সৌভিক সিনহা বাবু এবং ডাঃ দেবজ্যোতি পাঁজা মিলে করেছেন প্রায় ২৩ হাজার কনসালটেন্সি। জেলায় সবচেয়ে ভাল পারফরম্যান্স রয়েছে হিড়বাঁধ ব্লকের। ছয় মাস ধরে প্রথম হচ্ছে এই ব্লক। এই ব্লকে ১৮ টি সুস্বাস্থ্য কেন্দ্র, যার মধ্যে ১৬ টি’তে চালু হয়েছে ভিডিও কলিং পরিষেবা। রোগীরাও বেশ খুশি। চিকিৎসা ব্যবস্থার প্রতি বেড়েছে তাদের আস্থা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
টেলিমেডিসিন হল ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে দূরবর্তী স্থান থেকে রোগীকে চিকিৎসা সেবা প্রদানের একটি পদ্ধতি, যেখানে ডাক্তার এবং রোগীর মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়। এই পদ্ধতির মাধ্যমে বেঁচে যাচ্ছে সময়। অর্থ কম খরচ হচ্ছে এবং একধাপে বেড়েছে চিকিৎসার গুণগতমান।
নীলাঞ্জন ব্যানার্জী





