TRENDING:

বিশ্বে ১১তম ঘটনা, প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসছে ভাত !

Last Updated:

যাই খাচ্ছে তাই বেরচ্ছে মূত্রনালি দিয়ে৷ বিশ্বাস করত না কেউ, অবশেষে সমাধান৷জটিল অস্ত্রোপচারে সুস্থ রোগী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: মূত্রনালী দিয়ে বেরিয়ে আসছে ভাত! বিরল ঘটনার সফল অস্ত্রোপচার বর্ধমানে ৷ মেডিকেলে অস্ত্রোপচারে বড়সড় সাফল্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের। বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল।
advertisement

বর্ধমান হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১৯ শে অক্টোবর বর্ধমানের নেড়োদীঘি দক্ষিণপাড়ার বাসিন্দা সেখ রফিকুল ইসলাম ওরফে সঞ্জু (২৩) নামে এক রোগীকে হাসপাতালে নিয়ে আসে তার মা ও মামা। প্রাথমিক চিকিৎসার পর দেখা যায় তার মূত্রনালী দিয়ে সে যা খাচ্ছে, সেই খাবার ও খাবারের উপাদান বেরিয়ে আসছে। বিভিন্ন পরীক্ষার পর দেখা যায় সে ইউরেট্রো ডিউড্রেনাল ফিসচুলা রোগে আক্রান্ত। যার ফলে তার মূত্রনালী দিয়ে খাবার ও খাবারের উপাদান বেরিয়ে আসছে।

advertisement

ডাক্তারদের মতে, এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গ তথা ভারতে এর আগে পাওয়া যায়নি। বিশ্বে এটি ১১তম ঘটনা। কৃমি পাকস্থলী ফুটো করে দেওয়াতেই এই বিপত্তি বলে অনুমান চিকিৎসকদের।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপরেই তার অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। শল্যচিকিৎসক নরেন্দ্রনাথ মুখার্জীর নেতৃত্বে গঠিত হয় ১০ সদস্যের একটি কমিটি। আজ সেই অপারেশন করা হয়। অস্ত্রোপচার সফল বলে দাবি চিকিৎসকদের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিশ্বে ১১তম ঘটনা, প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসছে ভাত !