অভিযোগ, ছুটি বাতিল করা সত্ত্বেও বিদেশ ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেই কারণে কাটোয়া মহকুমা হাসপাতালের এক শল্য চিকিৎসককে শো-কজ করেছেন সুপার। ওই নির্দেশের প্রতিলিপি পাঠানো হয়েছে স্বাস্থ্যভবন ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। অভিযুক্ত চিকিৎসক সন্দীপ পাড়ির অবশ্য দাবি, তাঁকে মৌখিক ভাবে অনুমতি দেওয়া হয়েছিল।
ওই চিকিৎসকের দাবি, '' অনেক আগেই বেড়াতে যাব বলে টিকিট কেটে রেখেছিলাম। লিখিত ভাবে ছুটি চেয়ে আবেদন করেছিলাম। সুপার মৌখিক ভাবে বেড়াতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। ইতিমধ্যেই কাটোয়া ফিরে এসেছি। এর পরেও কেন শো-কজ করা হল, বুঝতে পারছি না। চিঠি হাতে পেলে জবাব দেব।''
advertisement
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চিকিৎসক ২৭ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ছুটি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু চিকিৎসা পরিষেবার স্বার্থে গত ২৪ ডিসেম্বর আবেদন বাতিল করে দেন সুপার। তার পরেও ঘুরতে যান ওই চিকিৎসক। কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার শেখ সৌভিক আলম বলেন, ওই চিকিৎসক ছুটি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু চিকিৎসা পরিষেবা বজায় রাখার জন্য আমি তাঁর ছুটি বাতিল করে দিয়ে হাসপাতালে ডিউটিতে আসতে বলেছিলাম। লিখিত নির্দেশ অমান্য করেই উনি নেপাল ভ্রমণে যান। এতে খুবই অসুবিধায় পড়তে হয়েছে। এই কারণে তাঁকে শো-কজ করা হয়েছে।
হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সদস্য তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, হাসপাতালের সুপারের নির্দেশ অমান্য করে ছুটিতে যাওয়া ঠিক কাজ হয়নি। রোগীদের অসুবিধার কথা ভেবেই তাঁর ছুটি বাতিল করা হয়েছিল। নির্দেশ অমান্য করলে সুপার শো-কজ করবেনই।