TRENDING:

নির্দেশ অমান্য করে বিদেশ ভ্রমণে, শোকজের চিঠি ধরানো হল কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসককে

Last Updated:

বিদেশ ভ্রমণ করে এসে শো কাজের চিঠি পেলেন চিকিৎসক। ছুটি মঞ্জুর না হলেও তিনি তা অগ্রাহ্য করেই বিদেশ ভ্রমণে গিয়েছিলেন বলে অভিযোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমান: বিদেশ ভ্রমণ করে এসে শো কাজের চিঠি পেলেন চিকিৎসক। ছুটি মঞ্জুর না হলেও তিনি তা অগ্রাহ্য করেই বিদেশ ভ্রমণে গিয়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে কাটোয়া মহকুমা হাসপাতালের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত কাটোয়া মহকুমা হাসপাতালে গত মাসের শেষের দিকে আউটডোরে চিকিৎসকদের সময়ে উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। তা নিয়ে অশান্তিও হয়।
advertisement

অভিযোগ, ছুটি বাতিল করা সত্ত্বেও বিদেশ ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেই কারণে কাটোয়া মহকুমা হাসপাতালের এক শল্য চিকিৎসককে শো-কজ করেছেন সুপার। ওই নির্দেশের প্রতিলিপি পাঠানো হয়েছে স্বাস্থ্যভবন ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে। অভিযুক্ত চিকিৎসক সন্দীপ পাড়ির অবশ্য দাবি, তাঁকে মৌখিক ভাবে অনুমতি দেওয়া হয়েছিল।

ওই চিকিৎসকের দাবি, '' অনেক আগেই বেড়াতে যাব বলে টিকিট কেটে রেখেছিলাম। লিখিত ভাবে ছুটি চেয়ে আবেদন করেছিলাম। সুপার মৌখিক ভাবে বেড়াতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। ইতিমধ্যেই কাটোয়া ফিরে এসেছি। এর পরেও কেন শো-কজ করা হল, বুঝতে পারছি না। চিঠি হাতে পেলে জবাব দেব।''

advertisement

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চিকিৎসক ২৭ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত ছুটি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু চিকিৎসা পরিষেবার স্বার্থে গত ২৪ ডিসেম্বর আবেদন বাতিল করে দেন সুপার। তার পরেও ঘুরতে যান ওই চিকিৎসক। কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার শেখ সৌভিক আলম বলেন, ওই চিকিৎসক ছুটি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু চিকিৎসা পরিষেবা বজায় রাখার জন্য আমি তাঁর ছুটি বাতিল করে দিয়ে হাসপাতালে ডিউটিতে আসতে বলেছিলাম। লিখিত নির্দেশ অমান্য করেই উনি নেপাল ভ্রমণে যান। এতে খুবই অসুবিধায় পড়তে হয়েছে। এই কারণে তাঁকে শো-কজ করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সদস্য তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, হাসপাতালের সুপারের নির্দেশ অমান্য করে ছুটিতে যাওয়া ঠিক কাজ হয়নি। রোগীদের অসুবিধার কথা ভেবেই তাঁর ছুটি বাতিল করা হয়েছিল। নির্দেশ অমান্য করলে সুপার শো-কজ করবেনই।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নির্দেশ অমান্য করে বিদেশ ভ্রমণে, শোকজের চিঠি ধরানো হল কাটোয়া মহকুমা হাসপাতালের চিকিৎসককে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল