TRENDING:

Basant Utsav: বসন্ত উত্‍সব-শান্তিনিকেতন...কবিগুরুর কীভাবে জড়িয়ে এই উত্‍সব? ফিরে দেখা ইতিহাসকে

Last Updated:

কেন পালন করা হয় বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব জানেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন।আর এই বোলপুর শান্তিনিকেতনের সবচেয়ে বড় উৎসব বসন্ত উৎসব। পর্যটকদের কাছে বসন্ত উৎসব মানে বোলপুর শান্তিনিকেতন। তবে এই বছর বসন্ত উৎসবে সাধারণ পর্যটকদের প্রবেশেে না করে দিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।
advertisement

তবে জানেন কবে শুরু হয়েছিল বোলপুর শান্তিনিকেতনে বসন্ত উৎসব। আর কী সম্পর্ক রয়েছে বসন্ত উৎসবের সঙ্গে কবিগুরুর! জানা যায় এই উৎসবটি ১৯০৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র শমীন্দ্রনাথ ঠাকুর ‘ ঋতু-উৎসব’ হিসেবে শুরু করেছিলেন, কিন্তু দোল পূর্ণিমায় এটি অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে, ১৯২৩ সালে, শান্তিনিকেতনে বসন্ত উৎসব শুরু হয় এবং ফাল্গুনী পূর্ণিমায় আশ্রম-সম্মিলনী অধিবেশনে এটি আয়োজন করা হয়।

advertisement

আরও পড়ুন: আপনার জন্মদিন কবে? এই তারিখগুলিতে জন্ম নিলেই কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না! সাফল‍্য, টাকা, হাতের মুঠোয়

তখন থেকে এই উৎসব নিয়মিতভাবে আয়োজন করা হয়ে আসছে।এরপর, ১৯২৫ সালে, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই শ্রী পঞ্চমীতে আম্রকুঞ্জে প্রথম বসন্ত উৎসব উদযাপন করেছিলেন এবং ১৯৩৭ সালে, মাঘী পূর্ণিমায়, এই উৎসবে ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’ গানটি পরিবেশিত হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে, উৎসবটি ধীরে ধীরে হোলি উৎসবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে এবং এই রীতি আজও অব্যাহত রয়েছে।

advertisement

View More

আরও পড়ুন:  ফ্রি-তে পেমেন্টের দিন শেষ! Google Pay-ব‍্যবহারকারীদের মাথায় হাত, কোন কোন পেমেন্টের জন‍্য কাটবে ‘টাকা’? জেনে নিন

শান্তিনিকেতনে এখন এটিকে ‘রবীন্দ্রিক বসন্ত উৎসব’ হিসেবে চিহ্নিত করে, যার ফলে প্রতি বছর হাজার হাজার পর্যটকদের সমাগম ঘটে বসন্ত উৎসবে। এটি ঠাকুরের দর্শনের সারমর্মকে প্রতিফলিত করে, সৃজনশীলতা, ঐক্য এবং সামাজিক সম্প্রীতির উপর জোর দেয়। তবে কেন পালন করা হয় বসন্ত উৎসব! মূলত বসন্ত উৎসব পালিত হয় বসন্ত ঋতুকে স্বাগত জানাতে এবং শীতকে বিদায় জানাতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এটি এমন একটি সময় যখন প্রকৃতি ফুল এবং সবুজের সমারোহে প্রাণবন্ত হয়ে ওঠে, যা বাতাসকে নবায়ন এবং পুনরুজ্জীবিত করার অনুভূতিতে ভরে তোলে।এই উৎসবের গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে, যা মন্দের উপর ভালোর বিজয় এবং প্রেম ও সম্প্রীতির বিজয়ের প্রতীক। সৌভিক রায়

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Basant Utsav: বসন্ত উত্‍সব-শান্তিনিকেতন...কবিগুরুর কীভাবে জড়িয়ে এই উত্‍সব? ফিরে দেখা ইতিহাসকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল