জেলার মৃৎশিল্পীরা পাঁচ থেকে ছয় মাস আগে থেকেই এর প্রস্তুতি শুরু করেছেন। ব্যাপক হারে এই সময়তে এই দিওয়ালি দিয়া বিক্রি হয়ে থাকে। বিভিন্ন জায়গা থেকে বরাত পান মৃৎশিল্পীরা। তাঁদের নিপুন হস্তকলায় এই দিওয়ালি দিয়া যেন সকলের ঘরে ঘরে আলোর উৎসবের সূচনা করে। এ বিষয়ে মৃৎশিল্পীরা বলেন , বংশ পরম্পরায় তারা এই দিওয়ালি দিয়া তৈরি করছেন।
advertisement
আরও পড়ুন : চেন্নাইয়ের আদলে সোনায় মোড়ানো মণ্ডপ, সুরক্ষার জন্য থাকছে বাউন্সার! কালীপুজোয় বড় চমক এখানে
বিগত প্রায় ৫-৬ মাস আগে থেকেই তাদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র কালীপুজোর এই সময়তেই এই অভিনব প্রদীপ বিক্রি হয়ে থাকে। ৫০ টাকা থেকে শুরু হয় এই প্রদীপের দাম। এছাড়াও বিভিন্ন ধরনের দামের দিওয়ালি দিয়া রয়েছে তাদের কাছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যথেষ্টই চাহিদা রয়েছে এই প্রদীপের। প্রতিবছর তারা এই প্রদীপ তৈরি করেন। জঙ্গলমহলের জেলাগুলিতে কালীপুজোর এই সময়ে বিশেষ এই প্রদীপ দেখতে পাওয়া যায়। এই সময় প্রতিটি ঘরেই জ্বালান হয় এই বিশেষ ধরনের প্রদীপ। তাই কালীপুজোর আগে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে।