TRENDING:

ভুয়ো সংশাপত্র মামলায় ৫ বছরের কারাদণ্ড দিলীপ সিনহা ও মুক্তি দেবের

Last Updated:

প্রথিতযশা শিক্ষাবিদ ও অধ্যাপক দিলীপবাবুর বিরুদ্ধে এমন অভিযোগে চাঞ্চল্য পড়ে গিয়েছিল শিক্ষামহলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিশ্বভারতী: জাল শংসাপত্র মামলায় পাঁচ  বছর জেলে  কাটাতে হবে বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য দিলীপ সিনহাকে। প্রাক্তন রেজিস্ট্রার ও অভিযুক্ত অধ্যাপিকার মুক্তি দেবেরও একই শাস্তি ঘোষণা হল।  এই ঘটনা বিশ্বভারতী ও শিক্ষাজগতে কলঙ্কজনক অধ্যায় বলে জানিয়েছেন বোলপুর আদালতের বিচারক। বুধবারই দোষী সাব্যস্ত  হয়েছিলেন দিলীপ সিনহা সহ ৩ জন। বিচারক অরিন্দম মিশ্রার নির্দেশ রায়ের দিন থেকে আগামী পাঁচ  বছর জেলে কাটাতে  হবে তিন অভিযুক্তকে৷
advertisement

১৫ বছর আগে ঘটনা। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে।  ভুয়ো শংসাপত্র দিয়ে অধ্যাপনা করার অভিযোগ ওঠে এক গণিত  বিভাগের অধ্যাপিকার বিরুদ্ধে। ওই অধ্যাপিকা পিএইচডির জন্য আবেদন করতেই ঘটনায় অন্য মোড়।

অধিকাংশ শংসাপত্রই ভুয়ো বলে জানায় যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়৷ স্নাতক ও এমএসসি পাস করেননি বলেও প্রমাণিত হয়৷ একাধিকবার পরীক্ষায় অকৃতকার্য হন

advertisement

বিশ্বভারতীতে  যোগ দেওয়ার সময় মুক্তি দেবকে শংসাপত্র দেন ত‍‍ৎকালীন উপাচার্য দিলীপ সিনহা।  তাই মুক্তি দেব ছাড়াও দিলীপ সিনহা ও তৎকালীন রেজিস্ট্রারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সাজা ঘোষণার কথা শুনে কার্যত ভেঙে পড়েন দিলীপবাবু। এজলাসে দাঁড়িয়ে চোখ মুছতে দেখা যায় মুক্তি দেবকেও।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রথিতযশা শিক্ষাবিদ ও অধ্যাপক দিলীপবাবুর বিরুদ্ধে এমন অভিযোগে চাঞ্চল্য পড়ে গিয়েছিল শিক্ষামহলে। ঘটনায় বিশ্বভারতীর প্রশাসনিক গাফিলতিও স্পষ্ট হয়েছে রায়ে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভুয়ো সংশাপত্র মামলায় ৫ বছরের কারাদণ্ড দিলীপ সিনহা ও মুক্তি দেবের