TRENDING:

ভারতী একদম ঠিক বলেছে, ‘কুকুরের মতো করে মারব’ মন্তব্য়কে সমর্থন দিলীপ ঘোষের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘কুকুরের মতো ঘর থেক টেনে বের করে এনে মারবো ’-ভারতী ঘোষের বিতর্কিত মন্তব্যে শোরগোল রাজ্য-রাজনীতিতে ৷ আর এই বিষয়েই দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'একদম ঠিক বলেছে ভারতী ঘোষ। তবে উত্তরপ্রদেশ লাগবে না, এখানকার বিজেপি কর্মীরাই যথেষ্ট।'
advertisement

উল্লেখ্য, শনিবার কেশপুরের আনন্দপুরে গিয়েছিলেন ভারতী ঘোষ। সেখানেই তৃণমূল কর্মীদের সামনে পেয়ে তিনি বলেন, 'করে খাচ্ছে আবার ভয় দেখাচ্ছে ভোট করতে দেবে দেবে না। ভয় দেখাস না! টেনে টেনে বাড়ি থেকে বের করে কুকুরের মতো মারব।' এখানেই থামনেনি তিনি। এরপর হুমকি দিতে গিয়ে তিনি যা বলেছেন, তাতে অন্য রাজ্য থেকে বিজেপি লোক ঢোকাচ্ছে বলে তৃণমূলের পুরনো অভিযোগই মান্যতা পেতে পারে।

advertisement

ভারতীর এই মন্তব্যের পরই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে রিপোর্ট তলব করার পাশাপাশি ঘটনার ভিডিয়ো ফুটেজও চেয়েছে কমিশন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে দিলীপ ঘোষ যে তাতে থোরাই কেয়ার করেন তা তাঁর কথাতেই স্পষ্ট। হুমকির সুরেই বলেছেন, 'এখনও না মারা হয়ে থাকলে মারুক। আমিও পিছিয়ে থাকব না তাতে।'

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভারতী একদম ঠিক বলেছে, ‘কুকুরের মতো করে মারব’ মন্তব্য়কে সমর্থন দিলীপ ঘোষের