মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে এখন সাজো সাজো রব। সেই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বৈতরনী পার হতে পারবেন না। আসন্ন বিধানসভা নির্বাচনে এই মন্দির প্রতিষ্ঠা কোনও প্রভাব ফেলতে পারবে কিনা জানতে চাওয়া হলে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় দিলীপ ঘোষ বলেন, ভোট তো মানুষ দেয়। ভগবান দেন না। ভগবান শুধু দেখেন। রাম মন্দির তৈরি করেও বিজেপির ভোট বাড়েনি।
advertisement
সদ্য বিয়ে করেছেন দিলীপ ঘোষ। বিয়ের পর এদিনই কার্যত রাজনৈতিক কর্মসূচিতে বের হলেন দিলীপ ঘোষ। বিবাহিত জীবন কেমন কাটছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দারুন। এখানে সবাই যেমন বিবাহিত জীবন কাটাচ্ছেন আমারও তেমন কাটছে। স্ত্রীর হাতে বিশেষ কোন রান্না খেলেন? দিলীপ বলেন, এখনও পর্যন্ত উনি রান্না ঘরে ঢোকেননি। এই আজ আমি ঘর থেকে বেরলাম। এবার উনি রান্নাঘরে ঢুকবেন।
লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন তিনি। বর্ধমানে ঘাঁটি গেড়ে পড়ে থেকেছিলেন। শহরের সব মাঠে তাঁকে প্রাতঃভ্রমণ করতে দেখা গিয়েছে। তাই এই শহরের অনেকেই তাঁর পূর্ব পরিচিত। সেই বর্ধমানে কি স্ত্রী কে নিয়ে আসবেন? দিলীপ ঘোষ বলেন, সর্বমঙ্গলা মন্দিরের পুরোহিতরা আমন্ত্রণ জানিয়েছেন। আপনারা চাইলে নিশ্চয়ই নিয়ে আসব। এখানের সীতাভোগ মিহিদানা আগেও নিয়ে গিয়েছি। আবার নিয়ে যাব। দল চাইলে কি বিধানসভা নির্বাচনে বর্ধমানের কোনও আসন থেকে প্রার্থী হবেন? বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, সে এখন অনেক দেরি। গাছে কাঁঠাল দেখে গোঁফে তা দিয়ে কি লাভ।