দিলীপ ঘোষ বলেন, "প্রতি বছর দু-তিন বার করে ঝড় ও প্রাকৃতিক দুর্যোগ হয়। কিন্তু রাজ্য সরকারের কোন বিপর্যয় মোকাবিলা বাহিনী নেই। প্রাকৃতিক দুর্যোগ এলেই তাই কেন্দ্র ও ওড়িশা থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ধার করতে হয়।" শনিবার রাতে এগরায় দলীয় কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন: ইসিএল-এ কর্মরত বাংলার কর্মীদের মধ্যপ্রদেশে ট্রান্সফার! জিতেন্দ্র তিওয়ারির মন্তব্যে তুমুল বিতর্ক
advertisement
এছাড়াও একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষও করেন তিনি। বলেন, ''এই সরকার চাকরি দিতে পারে না। শিক্ষকদের পেনশন নেই। ডিএ দিতে পারে না।'' এদিন চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীকে চ্যাংড়া বলে কটাক্ষও করেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় অবস্থান করছে সিত্রাং? সকাল থেকে কলকাতার আকাশে মেঘ
তিনি বলেন, ''আজ সৌরভকে বুকে তুলছো। কিন্তু সেদিন তো পাত্তা দাওনি। সেদিন শাহরুখ খানকে নিয়ে এসে নাচা গানা করেছে দিদি। ভেসে থাকতে হবে তাই সৌরভকে দরকার পড়েছে।''