TRENDING:

Dilip Ghosh June Malia: 'জীবনে লুডো খেলেছেন?' জুনকে কেন এহেন মন্তব্য দিলীপ ঘোষের? তুঙ্গে শোরগোল

Last Updated:

Dilip Ghosh June Malia: মেদিনীপুরে অলিগঞ্জ স্টার ক্লাবের কালীপূজা উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। জুন মালিয়ার খেলা হবে প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, জুন মালিয়া জীবনে লুডো খেলেছেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শোভন দাস, পশ্চিম মেদিনীপুর: ”জীবনে লুডু খেলেছেন? আমরা খেলা হবে বলি না, খেলা করি!” তৃণমূল বিধায়ক জুন মালিয়ার উদ্দেশ্যে এমন ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মেদিনীপুরে পুজা উদ্বোধনে এসে তৃণমূল বিধায়ককে কটাক্ষ করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সম্প্রতি লোকসভা ভোটকে সামনে রেখে জুন মালিয়ার খেলা হবে বক্তব্যের বিরোধিতা করে দিলীপ ঘোষ বলেন, ”জুন জীবনে কখনও লুডো খেলেছেন কিনা তাও সন্দেহ রয়েছে। তবে ২০২৪-এ খেলা হবে নয়, খেলা করিয়ে দেখাবে বিজেপি।”
দিলীপ ঘোষের নিশানায় জুন মালিয়া
দিলীপ ঘোষের নিশানায় জুন মালিয়া
advertisement

মেদিনীপুরে অলিগঞ্জ স্টার ক্লাবের কালীপূজা উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। জুন মালিয়ার খেলা হবে প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, জুন মালিয়া জীবনে লুডো খেলেছেন! আদৌ তিনি কখনও লড়াই করেছেন বলে আমার মনে হয় না। তবে এটুকু ওঁর উদ্দেশ্যে বলতে পারি, আমরা খেলা হবে বলি না, আমরা খেলা করি। সেটা ২০২৪-এর লোকসভা নির্বাচনে দেখিয়ে দেব।” পাশাপাশি সার নিয়ে কালো বাজারি প্রসঙ্গেও রাজ্য সরকারকে একহাত নেন দিলীপ ঘোষ।

advertisement

আরও পড়ুন: কালী মূর্তির জন্য ৫৭০ ভরি গয়না ছিল অনুব্রতর! কোথায় গেল? ঘটনা শুনলে মাথায় হাত দেবেন

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

একই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”কেউ মরবে না। এর আগে পার্থ চট্টোপাধ্যায়, কেষ্ট মণ্ডলও বলেছিলেন। সবাই জেলে গিয়ে সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। বালু দাও জেলে সুরক্ষিত আছেন। কিছুদিন যেতে দিন, তারপর উনিও বুঝে যাবেন ওটাই ভাল জায়গা, ফিট হয়ে যাবেন।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh June Malia: 'জীবনে লুডো খেলেছেন?' জুনকে কেন এহেন মন্তব্য দিলীপ ঘোষের? তুঙ্গে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল