মেদিনীপুরে অলিগঞ্জ স্টার ক্লাবের কালীপূজা উদ্বোধন করার পর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। জুন মালিয়ার খেলা হবে প্রসঙ্গে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, জুন মালিয়া জীবনে লুডো খেলেছেন! আদৌ তিনি কখনও লড়াই করেছেন বলে আমার মনে হয় না। তবে এটুকু ওঁর উদ্দেশ্যে বলতে পারি, আমরা খেলা হবে বলি না, আমরা খেলা করি। সেটা ২০২৪-এর লোকসভা নির্বাচনে দেখিয়ে দেব।” পাশাপাশি সার নিয়ে কালো বাজারি প্রসঙ্গেও রাজ্য সরকারকে একহাত নেন দিলীপ ঘোষ।
advertisement
আরও পড়ুন: কালী মূর্তির জন্য ৫৭০ ভরি গয়না ছিল অনুব্রতর! কোথায় গেল? ঘটনা শুনলে মাথায় হাত দেবেন
একই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ”কেউ মরবে না। এর আগে পার্থ চট্টোপাধ্যায়, কেষ্ট মণ্ডলও বলেছিলেন। সবাই জেলে গিয়ে সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। বালু দাও জেলে সুরক্ষিত আছেন। কিছুদিন যেতে দিন, তারপর উনিও বুঝে যাবেন ওটাই ভাল জায়গা, ফিট হয়ে যাবেন।”