ঘাটালের তারকা সাংসদকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, ‘দেব প্রত্যেক বারই ভোটে দাঁড়ানোর সময় বলেন ঘাটাল মাস্টার প্ল্যান না হলে রাজনীতি ছেড়ে দেবেন৷ আবারও তিনি ভোটে দাঁড়ান৷ দেব মেদিনীপুরের ছেলে, ভাল ছেলে, কিন্তু এরকম নিকম্মা ভাল ছেলে কী হবে?’
তারকা সাংসদকে কটাক্ষ করে দিলীপ আরও বলেন, ‘কার চাপে রাজনীতি করছেন, বার বার কেন ঘাটালের মানুষকে ধোকা দিচ্ছেন? ঘাটালের মানুষ তো প্রশ্ন তুলবেই যে প্রত্যেক বছর কেন বাড়ি থেকে বেরিয়ে কোমর জলে হাঁটতে হবে?’
advertisement
তৃণমূলই দেবকে জোর করে ভোটে দাঁড় করাচ্ছে বলে অভিযোগ করে দিলীপ বলেন, ‘তৃণমূলের লোকেরাই ওঁর নাম গরু চুরির টাকার সঙ্গে জড়িয়েছিল৷ তৃণমূলের চাপেই বাধ্য হয়ে দেব ভোটে দাঁড়াচ্ছেন৷ কারণ ভোটে না দাঁড়ালে ওঁর ছবি মুক্তি পাবে না, শ্যুটিং বন্ধ হয়ে যাবে৷ মেদিনীপুরের লোক একবেলা মুড়ি পান্তা খেয়ে বেঁচে থাকে, কিন্তু মাথা নিচু করে না৷ দম থাকলে পদত্যাগ করে দেখাক৷’ যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা দেব অথবা তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷