TRENDING:

Digha: দিঘায় বর্জ্য থেকে তৈরি হবে সার, ২৫ লক্ষের মেশিন কিনছে পর্ষদ

Last Updated:

দিঘাকে আরও সুন্দর করতে বদ্ধপরিকর দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। এবার দিঘায় বায়োডিগ্রেবল বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: দিঘাকে আরও সুন্দর করতে বদ্ধপরিকর দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। এবার দিঘায় বায়োডিগ্রেবল বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার। সেই সার বিক্রি হবে চাষিদের মধ্যে। সৈকত শহর দিঘায় নয়া উদ্যোগ নিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ যার জন্য ইতিমধ্যে ২৫ লক্ষ টাকার অত্যাধুনিক মানের মেশিনের ওয়ার্ক অর্ডার দিয়েছে ডিএসডিএ। আগামী এক মাসের মধ্যেই এই নয়া মেশিন ইনস্টল করা হবে। মূলত দিঘাকে আরও ছিমছাম করার লক্ষ্যে ইতিমধ্যে একাধিক নয়া পদক্ষেপ গ্রহণ করেছে ডিএসডিএ। এছাড়াও প্লাস্টিক বর্জ্য থেকে রাস্তা ও ব্লক তৈরির চিন্তাভাবনা রয়েছে প্রশাসনের।
advertisement

ইতিমধ্যেই দিঘায় জঞ্জাল সাফাইয়ের জন্য নয়া অ্যাপ-এর সূচনা করা হয় দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে। ‘বর্জ্য সাথী’ নামের এই অ্যাপ-এর মাধ্যমে দিঘার সমস্ত হোটেলগুলি থেকে বর্জ্য সংগ্রহ করা হবে। যার জন্য ইতিমধ্যে ১১ টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। প্রত্যেকটি হোটেলে দেওয়া হয়েছে একটি করে কিউআর কোড। পর্ষদের কর্মীরা প্রত্যেকদিন সকালে হোটেলে গিয়ে অ্যাপ-এর মাধ্যমে কিউআরকোড স্ক্যান করে জঞ্জাল সংগ্রহ করবেন। ইতিমধ্যে হোটেলগুলিকে নীল ও সবুজ রঙের দুটি করে ডাস্টবিন দেওয়া হয়েছে। নীল ডাস্টবিনে নন বায়োডিগ্রেবল এবং সবুজ ডাস্টবিনে বায়োডিগ্রেবল আবর্জনা রাখতে হবে।

advertisement

পর্ষদের তরফ থেকে প্রায় ১৩০ জন কর্মীকে এই কাজে যুক্ত করা হয়েছে। ইতিমধ্যে আবর্জনা থেকে সার তৈরির জন্য ঢেউসাগর সংলগ্ন ১০ একর জমির উপর অত্যাধুনিক মানের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট করা হয়েছে। সেখানেই অত্যাধুনিক মানের মেশিন বসিয়ে তৈরি হবে জৈব সার। আর প্লাস্টিক ওয়েস্ট থেকে তৈরি হবে রাস্তা তৈরির উপকরণ এবং ব্লক। এ বিষয়ে ডিএসডিএ-র প্রশাসক অপূর্ব কুমার বিশ্বাস জানিয়েছেন, ” ২৫ লক্ষের এই মেশিন আগামী এক মাসের মধ্যে চালু হয়ে যাবে। সেখান থেকে জৈব সার প্রস্তুত করা হবে। এছাড়াও হোটেলগুলিতে পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়াতে স্টিকার লাগানো হচ্ছে।”

advertisement

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার দিঘা বর্তমানে শুধুমাত্র আর রাজ্য তথা দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র নয়, আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে রাজ্য সরকারের একাধিক কর্মযজ্ঞের ছোঁয়ায়। দিঘায় জগন্নাথ মন্দির বাড়তি উন্মাদনা সৃষ্টি করেছে। আগামিদিনে, দিঘায় সারা বছরই পর্যটকের ভিড় লেগে থাকবে, এমনটাই মনে করছে প্রশাসন। তাই দিঘাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চ্যালেঞ্জ এখন থেকেই গ্রহণ করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সেইমতো একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় বর্জ্য থেকে তৈরি হবে সার, ২৫ লক্ষের মেশিন কিনছে পর্ষদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল