ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বর মাস! ডিসেম্বরের মাস মানেই বাঙালির কাছে পর্যটনের মাস। মন বসে না ঘরেতে,কাছেপিঠে বেড়াতে যেতে ভালোবাসে ভ্রমণ প্রিয় বাঙালিরা। এই শহরে জীবন থেকে এবার মুক্তি পেতে হলে চলে আসুন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের পাঁউশি গ্রামে। এই গ্রামেই রয়েছে একটি রিসোর্ট। বাগদা নদীর তীরে, গ্রাম্য প্রকৃতির মাঝে এই রিসোর্ট ইকো ট্যুরিজমের আদর্শ উদাহরণ। রিসোর্ট রয়েছে মাটির ও বাঁশের তৈরি ঘরবাড়ি। রিসোর্ট জুড়ে রয়েছে একাধিক ফুল ও ফলের গাছ। এছাড়াও রিসোর্ট ভেতরে রয়েছে বড়পুকুর। দোলনা, খেলার মাঠ, গ্রাম বাংলার বিভিন্ন হারিয়ে যাওয়া জিনিস নিয়ে একটি মিউজিয়াম।
advertisement
আরও পড়ুন: এবার চিন্ময় কৃষ্ণের দাসের সঙ্গে এ কী হল! প্রকাশ পেয়ে গেল বাংলাদেশের আসল চেহারা! নাকচ আবেদনও
পাউশি গ্রামে ওই রিসোর্টটিতে আলাদা খাওয়ার জায়গা। বসার জন্য একটি ওয়াচ টাওয়ার। সব মিলিয়ে গ্রাম্য প্রকৃতিতে এই রিসোর্ট একটি আদর্শ ইকোটোরিজমের উদাহরণ। ফলে শহরে জীবন থেকে মুক্তির স্বাদ পেতে চাইলে দিঘা যাওয়ার রাস্তায় কালিনগর থেকে ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্ট। কিভাবে আসবেন! দিঘা যাওয়ার জাতীয় সড়ক হয়ে কালিনগর বাস স্ট্যান্ড থেকে ডানদিকে ৭ কিলোমিটার এলেই পাঁউশি গ্রাম। এখানেই রয়েছে মনচাষা রিসোর্ট। কি কি দেখবেন, পাশেই রয়েছে বাগদা নদি, পাঁউশি আশ্রম।
এই রিসোর্ট রয়েছে চারটি মাটির বাড়ি ও চারটি বাঁশের বাড়ি। প্রতিটি বাড়িতে চারজন থাকতে পারবে। খাওয়া-দাওয়া ও থাকা নিয়ে প্রতিজনের মাথাপিছু একদিনের ভাড়া ২৭০০ টাকা। গ্রাম্য প্রকৃতিতে খোলামেলা নিরিবিলি এই রিসোর্ট এক লহমায় ভুলিয়ে দেবে শহুরে জীবনের একঘেয়েমিকতা। লোকেশন: https://maps.app.goo.gl/X2wrsBy9nKuqzrT59?g_st=ac, যোগাযোগ: ৯৪৭৭৪৭৬৩৭৬
—– সৈকত শী