পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোল থেকে দিঘাতে ওই স্বামী স্ত্রী ৩১ ডিসেম্বর বেড়াতে আসেন। নতুন বছরের রাতে হোটেলের মধ্যেই মদ্যপ অবস্থায় ঝামেলা বাঁধে দুজনের। মারধরের ঘটনাও ঘটে বলে জানা গিয়েছে। এরপরই জ্ঞান হারান মহিলা। এমনই অভিযোগ।
advertisement
বুধবার সকালে এক হোটেল কর্মী রুমে যান সাফাইয়ের জন্য। দরজা খোলাই ছিল। মহিলার ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় মহিলার স্বামী বাইরে ছিলেন।
স্বামী-স্ত্রীর মধ্যে কোনওরকম ঝামেলা হওয়ায় এই ঘটনা কি না তা খতিয়ে দেখছে পুলিশ। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দিঘা থানার পুলিশ। পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যার। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 01, 2025 5:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha New Year: ৩১ ডিসেম্বর রাত ১২টা বাজতেই দিঘার হোটেলে ঘটল ভয়ঙ্কর ঘটনা! আওয়াজ আসছিল ঘর থেকে, দরজা খুলতেই...