TRENDING:

Digha|| দিঘায় এ ঘটনা কখনও ঘটেনি! সমুদ্রে যাওয়ার আগেই হোটেলে ঘটল উদ্ভূত সর্বনেশে কাণ্ড! আতঙ্কে পরিবার

Last Updated:

Digha Mysterious Incident: দিঘা বেড়াতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হল এক পর্যটক। পরিবারের সদস্যদের সঙ্গে দিঘা বেড়াতে এসেছিলেন ওই পর্যটক। নিখোঁজ ওই পর্যটকের বাড়ি অসমে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: পূর্ব মেদিনীপুরে সফরে দিঘায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা বেড়াতে আসা অসমের মধ্য বয়স্ক ব্যক্তি হোটেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন। নিখোঁজ ব্যক্তির মেয়ে দিঘা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দিঘা থানার পুলিশ। মুখ্যমন্ত্রী থাকার কারণে সৈকত নগরী উপকূলবর্তী এলাকায় নাকা চেকিং রয়েছে। তারপরেও হোটেলের থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য ঘণীভূত হচ্ছে।
advertisement

জানা যায়, ৩ এপ্রিল সোমবার রাতে কলকাতা থেকে বাসে দিঘা বেড়াতে যান পরিবারের ৫ সদস্য। এরপর নিউ দিঘার একটি বেসরকারী হোটেলে ওঠেন। পরে সপরিবারে হোটেলে রুমে ঘুমাতে চলে যান। পরেরদিন সকালে উঠে দেখেন ওই মধ্য বয়স্ক ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ।

আরও পড়ুনঃ ট্র্যাক-নন ইন্টারলকিংয়ের কাজ চলবে, কোন কোন ট্রেন বাতিল? রইল বিস্তারিত

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তির নাম ঘনকান্ত দাস (৬৮)। বাড়ি অসমের গৌরীপুরে। হোটেল থেকে এক ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনায় দিঘায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার নিখোঁজ ব্যক্তির মেয়ে দিঘা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জমা করেছে।

নিখোঁজ ঘনকান্ত দাসের মেয়ে ধূলিকণা দাস বলেন, "৫ জনে দিঘার বেড়াতে এসেছি। রাতেই বাসে করে নিউ দিঘার একটি হেটেলের উঠি। হোটেলে পৌঁছেই সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি নিখোঁজ বাবা। হোটেলে সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে বাবা বাইরে ঘোরাঘুরি করছিলেন।" দিঘা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছে পরিবার। দিঘার থানার ওসি কামার হাসিদ বলেন, "নিখোঁজ অভিযোগ দায়ের হয়েছে। নিখোঁজ ব্যক্তির মেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ মধ্যবয়স্ক ব্যক্তির ছবি সব জায়গাতে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha|| দিঘায় এ ঘটনা কখনও ঘটেনি! সমুদ্রে যাওয়ার আগেই হোটেলে ঘটল উদ্ভূত সর্বনেশে কাণ্ড! আতঙ্কে পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল