জানা যায়, ৩ এপ্রিল সোমবার রাতে কলকাতা থেকে বাসে দিঘা বেড়াতে যান পরিবারের ৫ সদস্য। এরপর নিউ দিঘার একটি বেসরকারী হোটেলে ওঠেন। পরে সপরিবারে হোটেলে রুমে ঘুমাতে চলে যান। পরেরদিন সকালে উঠে দেখেন ওই মধ্য বয়স্ক ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ।
আরও পড়ুনঃ ট্র্যাক-নন ইন্টারলকিংয়ের কাজ চলবে, কোন কোন ট্রেন বাতিল? রইল বিস্তারিত
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তির নাম ঘনকান্ত দাস (৬৮)। বাড়ি অসমের গৌরীপুরে। হোটেল থেকে এক ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনায় দিঘায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার নিখোঁজ ব্যক্তির মেয়ে দিঘা থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ জমা করেছে।
নিখোঁজ ঘনকান্ত দাসের মেয়ে ধূলিকণা দাস বলেন, "৫ জনে দিঘার বেড়াতে এসেছি। রাতেই বাসে করে নিউ দিঘার একটি হেটেলের উঠি। হোটেলে পৌঁছেই সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি নিখোঁজ বাবা। হোটেলে সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে বাবা বাইরে ঘোরাঘুরি করছিলেন।" দিঘা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছে পরিবার। দিঘার থানার ওসি কামার হাসিদ বলেন, "নিখোঁজ অভিযোগ দায়ের হয়েছে। নিখোঁজ ব্যক্তির মেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ মধ্যবয়স্ক ব্যক্তির ছবি সব জায়গাতে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।"
Saikat Shee