TRENDING:

Digha Weather: দমকা হাওয়ার দাপট, সঙ্গী বৃষ্টি! দিঘা, মন্দারমণিতে রাতে বাড়ছে দুর্যোগ

Last Updated:

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টিও৷ শুক্রবার সারারাতই ঝড়বৃষ্টির দাপট চলবে৷ সমুদ্র উত্তাল হয়ে ওঠায় আগে থেকেই পর্যটকদের সৈকতের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিঘা: রাত বাড়ার সঙ্গে দমকা হাওয়া এবং তার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টির দাপট বাড়ছে দিঘায়৷ একই ছবি মন্দারমণি, শঙ্করপুরেও৷ যদিও পরিস্থিতি সামাল দিতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি৷ পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে দিঘায় পৌঁছেছেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়৷
দিঘায় প্রবল বৃষ্টি৷
দিঘায় প্রবল বৃষ্টি৷
advertisement

বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপের জেরে দিঘা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগের পূর্বাভাস ছিলই৷ সেই মতো তৈরি ছিল প্রশাসনও৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বিকেলের পর থেকেই দিঘা, মন্দারমণির সমুদ্র সৈকত লাগোয়া এলাকা জুড়ে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে৷

আরও পড়ুন: অতি গভীর নিম্নচাপের হুঙ্কার, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ৬০থেকে ৭০ কিমি বেগে ঝড়, ঝেঁপে বৃষ্টি!

advertisement

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টিও৷ শুক্রবার সারারাতই ঝড়বৃষ্টির দাপট চলবে৷ সমুদ্র উত্তাল হয়ে ওঠায় আগে থেকেই পর্যটকদের সৈকতের কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না৷ রাতভর দিঘা সহ আশেপাশের এলাকায় নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, ঝড় বৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ উদ্ধারকারী দলগুলিকেও তৈরি রাখা হয়েছে৷ পরিস্থিতির উপরে নজরদারি চালাতে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Weather: দমকা হাওয়ার দাপট, সঙ্গী বৃষ্টি! দিঘা, মন্দারমণিতে রাতে বাড়ছে দুর্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল