TRENDING:

Digha Kolkata Road Closed: জাতীয় সড়কে বড় বিপত্তি, দিঘা-কলকাতা সরাসরি যোগাযোগ বন্ধ! পর্যটকদের ভোগান্তি, ঘুরপথে কতটা সময় বেশি লাগছে?

Last Updated:

পুলিশ সূত্রে খবর, মারিশদার কাছে ১১৬বি জাতীয় সড়কের উপরে এ দিন দুপুরে আচমকাই ওই কালভার্ট ভেঙে পড়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা থেকে দিঘা যাওয়ার পথে বড়সড় বিপত্তি৷ নন্দকুমার থেকে দিঘা গামী জাতীয় সড়কের উপরে কালভার্ট ভেঙে বন্ধ হয়ে গেল যান চলাচল৷ ১১৬বি জাতীয় সড়কের উপরে থাকা এই কালভার্ট ভেঙে যাওয়ার ফলে দিঘা, মন্দারমণির মতো পর্যটনকেন্দ্র থেকে থেকে সরাসরি কলকাতা আসার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে৷
দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে কালভার্ট ভেঙে বিপত্তি৷
দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে কালভার্ট ভেঙে বিপত্তি৷
advertisement

দিঘাগামী এবং দিঘা থেকে কলকাতার দিকে আসা বহু যানবাহন রাস্তার দুপাশে দাঁড়িয়ে গিয়েছে৷ বিপাকে পড়েছেন বহু পর্যটক এবং সাধারণ যাত্রীরা৷ শনিবার হওয়ায় এমনিতেই দিঘা, মন্দারমণির দিকে বহু পর্যটক কলকাতা থেকে যান৷ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা পথ ঘুরে যানবাহন যাতায়াত করছে৷ এর ফলে দিঘার দিকে যেতে অথবা দিঘা থেকে কলকাতার দিকে আসতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা অতিরিক্ত সময় লাগছে৷

advertisement

পুলিশ সূত্রে খবর, মারিশদার কাছে ১১৬বি জাতীয় সড়কের উপরে এ দিন দুপুরে আচমকাই ওই কালভার্ট ভেঙে পড়ে৷ এর ফলে যান চলাচল বন্ধ করে দিতে হয়৷ পুলিশ জানিয়েছে, কোলাঘাট থেকে দিঘাগামী যানবাহনগুলিকে বাজকূল এবং হেঁড়িয়া হয়ে এগরা দিয়ে কাঁথি এবং দিঘার দিকে পাঠানো হচ্ছে৷ উল্টোদিকে দিঘার দিক থেকে কোলাঘাট বা কলকাতাগামী যানবাহনগুলিকে রামনগর বাজার এবং কাঁথির থেকে এগরার দিকে পাঠানো হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

যানজট সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ৷ যুদ্ধকালীন ভিত্তিতে শুরু হয়েছে মেরামতি কাজ৷ মেরামতি কাজ শেষ করে ওই পথে ফের যান চলাচল শুরু করতে অন্তত ঘণ্টা ছয়েক সময় লাগবে বলে খবর৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Kolkata Road Closed: জাতীয় সড়কে বড় বিপত্তি, দিঘা-কলকাতা সরাসরি যোগাযোগ বন্ধ! পর্যটকদের ভোগান্তি, ঘুরপথে কতটা সময় বেশি লাগছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল