TRENDING:

দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ রান্না হবে আরও নিরাপদ! প্রশাসন যা উদ্যোগ নিল, জানলে চমকে যাবেন

Last Updated:

Digha Jagannath Mandir : দিঘার জগন্নাথ মন্দিরের রাধুঁনীদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ। বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল জেলা খাদ্য ও সুরক্ষা দফতর। এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন মোট ৪০ জন মহিলা রাঁধুনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা, পূর্ব মেদিনীপুর, পঙ্কজ দাশ রথী : দিঘার জগন্নাথ মন্দির। উদ্বোধনের পর থেকে পর্যটকদের কমতি নেই সমুদ্রতীরে। ভক্তদের যেমন রয়েছে জগন্নাথ দর্শনের টান, তেমনই প্রসাদ গ্রহণের জন্যও দেখা যাচ্ছে বিপুল আগ্রহ। সেই বিষয়টি মাথায় রেখে নেওয়া হল বড় উদ্যোগ। জগন্নাথ মন্দিরের রাধুঁনীদের দেওয়া হল বিশেষ প্রশিক্ষণ।
প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
advertisement

পর্যটকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার দিক মাথায় রেখে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল জেলা খাদ্য ও সুরক্ষা দফতর। এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন মোট ৪০ জন মহিলা রাঁধুনী। জেলা খাদ্য ও সুরক্ষা আধিকারিক বিশ্বজিৎ মান্না নিজে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক রাঁধুনীর হাতে তুলে দেওয়া হয় ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-এর লাইসেন্স ও শংসাপত্র।

advertisement

আরও পড়ুন : সতীপীঠ ক্ষীরগ্রামে দুর্গাপুজো হয় ধুমধাম করে, তবু নেই একটিও মৃন্ময়ী প্রতিমা! আসল রহস্য জানলে চমকে যাবেন

এই বিষয়ে জেলা খাদ্য ও সুরক্ষা আধিকারিক জানিয়েছেন, ভোগ রান্নার সময় সমস্ত স্বাস্থ্য ও সুরক্ষা বিধি কঠোরভাবে মেনে চলা হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে এই উদ্যোগ। কারণ এরসঙ্গে বহু ভক্ত ও পর্যটকের স্বাস্থ্য জড়িত রয়েছে। এই প্রশিক্ষণের পরে তাঁরা এখন সরকারি ভাবে স্বীকৃত রাঁধুনী হিসাবে কাজ করতে পারবেন।

advertisement

আরও পড়ুন : গ্রাস করছে আগুন, চোখের সামনে ছাই হচ্ছে ঘর! দমকল কেন্দ্র নাগালের বাইরে, চিন্তা বাড়ছে

স্থানীয় প্রশাসনের দাবি, এই উদ্যোগ শুধু স্বাস্থ্য সুরক্ষা নয়, ভবিষ্যতে দিঘাকে আরও জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। কারণ ভোগ বা প্রসাদই এখানে পর্যটনের বড় আকর্ষণ। দিঘার জগন্নাথ ধামকে কেন্দ্র করে পর্যটনে নতুন দিগন্ত খুলতে চলেছে এই উদ্যোগ, এমনটাই মত স্থানীয় ব্যবসায়ী মহলেরও।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ রান্না হবে আরও নিরাপদ! প্রশাসন যা উদ্যোগ নিল, জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল