TRENDING:

সমুদ্র সৈকতে মধুচক্রের আখড়া... গ্রেফতার মূল পান্ডা! দিঘা-মন্দারমণিতে বাড়ছে আতঙ্ক

Last Updated:

সৈকত শহর দিঘা বর্ডার এলাকায় মধুচক্রের আসরে হানা দিয়ে ৩ মহিলা সহ মধুচক্র চালানোর মূল পান্ডা ও তার সহযোগীকে গ্রেফতার করল দিঘা থানার পুলিশ। ধৃতদের সোমবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঙ্কজ দাশরথী, দিঘা: সৈকত শহর দিঘা বর্ডার এলাকায় মধুচক্রের আসরে হানা দিয়ে ৩ মহিলা সহ মধুচক্র চালানোর মূল পান্ডা ও তার সহযোগীকে গ্রেফতার করল দিঘা থানার পুলিশ। ধৃতদের সোমবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হয়।
advertisement

দিন কয়েক আগে মন্দারমণি ও দিঘা মোহনা এলাকায় মধুচক্রে আসরে হানা দিয়ে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেন। মন্দারমণির বুকেই রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর৷ তাও আবার বড় দুটি হোটেলের ঘর ভাড়া করে চলছিল এই কারবার৷ শেষ পর্যন্ত মধুচক্রের এই পর্দাফাঁস হয় পুলিশি অভিযানে৷ ঘটনাস্থল থেকেই ৬ জন যুবতী সহ মোট ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ৷ তার এক সপ্তাহ না যেতেই আবার এই কাণ্ড।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

মন্দারমণির দুটি হোটেলে যে এই ধরনের কুকীর্তি চলছিল, অনেক দিন ধরেই সেই খবর ছিল পুলিশের কাছে৷ সেই মতো তক্কে তক্কেই ছিলেন পুলিশকর্মীরা৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে মন্দারমণি উপকূল থানার পুলিশ ওই দুটি হোটেলে হানা দেয়৷ হোটেলের ঘর থেকে গ্রেফতার করা হয় বেশ কয়েক জন যুবক যুবতীকে৷ বারবার এ ধরনের ঘটনায় বেশ আতঙ্কে রয়েছেন পর্যটকেরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সমুদ্র সৈকতে মধুচক্রের আখড়া... গ্রেফতার মূল পান্ডা! দিঘা-মন্দারমণিতে বাড়ছে আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল