সমাপ্তি দিঘা ভোগী ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সম্প্রতি সে মালয়েশিয়ায় আয়োজিত একটি প্রতিযোগিতায় যোগা চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছে। গত ১৩ই অক্টোবর কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। বিশ্বের ১৮টি দেশের ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন পূর্ব মেদিনীপুরের দিঘার সমাপ্তি জানা। সেখানেই সবাইকে টেক্কা দিয়ে স্বর্ণপদক জয় করে সে।
advertisement
এদিন দিঘায় নামতেই সমাপ্তিকে সংবর্ধিত করা হয়। তাঁর হাতে ফুলের স্তবক, মিষ্টি এবং আর্থিক সাহায্য তুলে দেন প্রদিমা ১ গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক চন্দ। তিনি বলেন, এই মেয়ে শুধু আমাদের দিঘার নয়, গোটা রাজ্যের গর্ব। ভারতের হয়ে সোনাজয়ী পরবর্তীকালে যদি আরও বৃহত্তর জায়গায় যেতে চায় আমরা তাঁর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সমাপ্তি দিঘায় আসতেই তাঁকে ট্যাবলো করে গোটা শহরে পরিক্রমা করানো হয়। দিঘায় বেড়াতে আসা পর্যটকরাও তাঁকে অভিনন্দন জানান।
সমাপ্তির বাবা রোহিনী জানা সামান্য একজন হোটেল কর্মী, মা রিনা জানা গৃহবধূ। মেয়ের এই সাফল্যে তাঁরা ভীষণ খুশি। রোহিনীবাবু বলেন, ও আমার কাছে সোনার মেয়ে। কারণ সে ভারত ও দিঘার গর্ব। মালয়েশিয়ায় গিয়ে যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ভারতের মুখ উজ্জ্বল করেছে।
সমাপ্তির যোগাসন প্রশিক্ষক বিজয় পাল বলেন, আমি এতদিন অবধি যোগাসনে ন্যাশনাল পর্যায়ে খেলাধূলা করেছি, কিন্তু আমার ছাত্রী আজ ইন্টারন্যাশনাল পর্যায়ে সোনা জয় করেছে। এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। তিনি বলেন, আজ মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে। তাই কন্যা সন্তানকে কোনও মতে অবহেলা নয়, তাঁকে সঠিকভাবে প্রশিক্ষণ দিলে সে আরও অনেক বড় জায়গায় যেতে পারবে। পরবর্তীকালে ভিয়েতনাম যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
দেশের হয়ে সোনাজয়ী সমাপ্তি স্থানীয় ভোগী ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। সেই স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দলাই বলেন, মেয়েটি পড়াশোনায় প্রথম থেকেই প্রথম স্থান অধিকার করে। তাই পড়াশোনার মতোই যোগাসন প্রতিযোগিতায় প্রথম হওয়ায় আমরা গর্বিত।