TRENDING:

Digha: সমুদ্রে 'ব্যান পিরিয়ড', মাছ ধরায় নিষেধাজ্ঞা, দু'মুঠো ভাত জোগাতে হিমশিম খাচ্ছেন মৎস্যজীবীরা

Last Updated:

প্রতিবছর মাছ শিকারের মরশুমে দেখা যায়, অন্যান্য সামুদ্রিক মাছের যোগান কমছে। ফলে মরশুমে এখন জাল ফেলে সেই রোজগার আর নেই। তার উপর রয়েছে 'ব্যান পিরিয়ড'! এই ৬১ দিন নদী বা সমুদ্রে জাল ফেলা যাবে না। ফলে বছরের পর বছর দুশ্চিন্তা বাড়ছে জেলার ক্ষুদ্র মৎস্যজীবীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: নদী বা সমুদ্রে জাল ফেলে মাছ উঠলেই মৎস্যজীবী পরিবারে ভাত আসে। কিন্তু বর্তমানে মাছের প্রজনন বাড়ানোর জন্য ‘ব্যান পিরিয়ড’ চলছে। এক কথায়, এই সময় নদী বা সমুদ্রে জাল ফেলে মাছ ধরা যাবে না। আর তাতে সমস্যায় পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চলের ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারের মানুষজন। পূর্ব মেদিনীপুর জেলার প্রান্তিক মৎস্যজীবীদের দৈনন্দিন জীবন সংগ্রাম নদী ও সমুদ্র কেন্দ্রিক। কিন্তু দিনের পর দিন নদী ও সমুদ্রে মাছের জোগান কম। তার উপর  দুই মাসের ‘ব্যান পিরিয়ড’ অসহায় মৎস্যজীবীদের জীবনে করাল অভিশাপের মতো নেমে এসেছে…
advertisement

পূর্ব মেদিনীপুর জেলা সামুদ্রিক মাছ উৎপাদনের অন্যতম ক্ষেত্র। একদিকে পূর্ব মেদিনীপুর জেলা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, অন্যদিকে এই জেলার মধ্যে দিয়ে শিরা-উপশিরার মত বয়ে গিয়েছে একাধিক খাল-বিল, নদ-নদী। ফলে এই জেলার বহু মানুষ নদী ও সমুদ্রে মাছ শিকার করেই জীবন-জীবিকা নির্বাহ করে। কিন্তু দিনের পর দিন নদী ও সমুদ্রে মাছের জোগান নেই। ফলে পেটে ভাত নেই মৎস্যজীবীদের। প্রতিবছর মাছ শিকারের মরশুমে দেখা যায়, অন্যান্য সামুদ্রিক মাছের যোগান কমছে। ফলে মরশুমে এখন জাল ফেলে সেই রোজগার আর নেই। তার উপর রয়েছে ‘ব্যান পিরিয়ড’! এই ৬১ দিন নদী বা সমুদ্রে জাল ফেলা যাবে না। ফলে বছরের পর বছর দুশ্চিন্তা বাড়ছে জেলার ক্ষুদ্র মৎস্যজীবীদের।

advertisement

নদী বা সমুদ্রের সামুদ্রিক মাছের জোগান কমার বিষয়ে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক দেবাশিস শ্যামল জানিয়েছেন, ‘মূলত তিনটি কারণে দিন-দিন মাছের জোগান কমছে– এক অনিয়ন্ত্রিত ফিশিং বা ট্রলার ফিশিং। দুই– নদী-সমুদ্রে দূষণের পরিমাণ বাড়ছে। তৃতীয়ত উপকূলবর্তী অঞ্চলে একাধিক প্রকল্পের কারণে জীববৈচিত্র হারাচ্ছে নদ-নদী ও সমুদ্র। আর তাতেই সামুদ্রিক মাছের উৎপাদন অনেকটাই কমেছে। শেষ কয়েক বছরে ষাট শতাংশ মাছ উৎপাদন কমে গিয়েছে। সমস্যায় পড়েছে প্রান্তিক মৎস্যজীবীরা। আবার ‘ব্যান পিরিয়ড’-এ  সমুদ্রসাথী প্রকল্পের ভাতা পাওয়া যাচ্ছে না। তাতে আরও সমস্যা নেমে এসেছে ক্ষুদ্র মৎস্যজীবী পরিবারে।’

advertisement

মৎস্যজীবী ফোরামের সূত্রে জানা যায়, শেষ কয়েক বছরে জীবিকা হারিয়েছে এক লক্ষের বেশি ক্ষুদ্র মৎস্যজীবী। ‘ব্যান পিরিয়ড’-এ সমুদ্র সাথী প্রকল্পের ভাতার টাকা পাওয়া গেলে সমস্যা খানিকটা মিটত বলে মনে করছেন ক্ষুদ্র মৎস্যজীবীরা। দ্রুত মৎস্যজীবীদের এই ভাতা চালু হোক, ইতিমধ্যেই  মৎস্যজীবীদের এই দাবি জানানো হয়েছে মৎস্য দফতরে। এই দাবিতে কতটা সাড়া দেবে মৎস্য দফতর, সেই দিকেই তাকিয়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় দেড় লক্ষেরও বেশি প্রান্তিক মৎস্যজীবী।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: সমুদ্রে 'ব্যান পিরিয়ড', মাছ ধরায় নিষেধাজ্ঞা, দু'মুঠো ভাত জোগাতে হিমশিম খাচ্ছেন মৎস্যজীবীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল