জগন্নাথের রথের নাম নন্দীঘোষ
১৬ চাকার এই রথ। ধ্বজাসমেত রথের উচ্চতা ৩০ ফুট। ২২ ফুট চওড়া। লাল ও হলুদ রঙের এই রথের তিনদিকে থাকবেন ৯ জন পার্শ্বদেবতা। দুজন দ্বারপাল। রথজুড়ে রঘুরাজপুর পটচিত্র। সামনে সাদা ঘোড়া।
সুভদ্রার রথ দর্পদলন
লাল ও কালো রঙের এই রথের উচ্চতা সাড়ে আঠাশ ফুট। ১২ চাকার এই রথের সামনে কমলা ঘোড়া।
advertisement
বলরাম এর রথের নাম তালধ্বজ
সবুজ ও সাদা রঙের এই রথের উচ্চতা ২৯ ফুট। ১৪ চাকার এই রথের সামনে কালো ঘোড়া।
আরও পড়ুন: দাবি না মানা পর্যন্ত SSC ভবনের সামনে চলবে শিক্ষাকর্মীদের অবস্থান
ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, রথকে সোজা টান দিতে হয়। এই তিন রথে কোনও স্টিয়ারিং নেই। সোজা ভাবেই রথের রশিতে টান পড়বে। মন্দির প্রাঙ্গণ থেকে এক কিমি দূরত্বে রয়েছে মাসির বাড়ি। সেখানেই নিয়ে যাওয়া হবে রথ। জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠার পরে দিঘায় প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। সেই কারণে এ বার প্রথম থেকেই বাড়তি গুরুত্ব ও সতর্কতার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই রাস্তার দুই ধারে ব্যারিকেড করা হয়েছে। সেখানেই সকলে অপেক্ষা করবেন। সুযোগ মিলবে রথের রশিতে টান দেওয়ার। সেই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি একাধিক জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে।