জানা যায় দিঘার ‘গ্রিন পার্ক’ হোটেলের মালিক প্রদীপ ঘোষ, বয়স ৫৭, বাড়ি বড়বাজার এলাকায়। গত রবিবার তিনি তাঁর নিজের হোটেলে বেড়াতে আসেন। রাতে খাওয়া দাওয়ার পর প্রদীপ ঘোষ যখন বারান্দায় ঘোরাঘুরি করছিলেন, তখন পাশে হোটেল থেকে একটি খাবারের প্লেট ছিটকে এসে তাঁর পায়ের কাছে পড়ে। বিরক্ত প্রদীপ ঘোষ ‘ব্যাপারটা কী?’ জানতে চাইলে পাশের হোটেলে থাকা পর্যটক দলের মধ্যে তিনজন তাঁর উপর চড়াও হন। অভিযোগ, তিন পর্যটক উমাশঙ্কর দাস, অমিত কাঞ্জিলাল ও নবীন চৌধুরী তাঁকে ধাক্কা করে মেঝের উপর ফেলে এলোপাথাড়ি মারতে থাকে, জ্ঞান হারান প্রদীপ ঘোষ। তাঁর কান এবং নাক দিয়ে রক্ত বার হতে থাকে। পরে প্রদীপ ঘোষকে দিঘা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
advertisement
হাসপাতাল সূত্রে জানা যায়, এই মুহূর্তে প্রদীপবাবু আইসিইউ তে রয়েছেন। এই ঘটনায় দিঘা থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ৩ জন বিহারের গয়া, কলকাতার কাকিনাড়া ও হুগলির বাসিন্দা। এরা একটি গানের দলের অংশ। গত রবিবার সাতজনের একটি দল দিঘায় বেড়াতে আসে। তারা নিউ দিঘার ‘গ্রিন পার্ক’ হোটেলের পাশের হোটেলটিতে উঠেছিল।
সাতজনের এই দলের মধ্যে তিনজন দিঘায় হোটেল মালিককে মারধর ও খুনের চেষ্টার ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে। অভিযুক্তদের গ্রেফতার করে কাঁথি আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ৩০৭ /৩২৯/ ৩২৫ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পঙ্কজ দাশরথী