TRENDING:

Digha: দিঘায় গেলেই সাবধান, সব টাকা খোয়া যেতে পারে! পর্যটকের সঙ্গে যা ঘটল, যে কারও সঙ্গে ঘটতে পারে

Last Updated:

Digha: জানা গিয়েছে, দিঘায় বন্ধন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন নয়ন মাইতি নামে ওই যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: গরম বাড়লেও দিঘায় পর্যটকদের ভিড়ের কমতি নেই। কিন্তু এরই মধ্যে দিঘায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। অভিনব পদ্ধতিতে এটিএম কার্ড পরিবর্তন করে দিঘায় যুবকের টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে নিউ দিঘার ক্ষণিকা মার্কেটের কাছে। গেস্ট হাউসের সামনের এটিএম-এ ঘটেছে এই ঘটনা। দিঘা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। তদন্ত শুরু করেছে পুলিশ।
দিঘায় ভয়ঙ্কর কাণ্ড
দিঘায় ভয়ঙ্কর কাণ্ড
advertisement

ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, দিঘায় বন্ধন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন নয়ন মাইতি নামে ওই যুবক। সেই সময় ওই যুবক বন্ধন ব্যাঙ্কের এটিএম কার্ডটি পাঞ্চ করতে থাকেন। সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাঁকে দেখছিলেন বলে অভিযোগ।

আরও পড়ুন: বয়স যাই হোক, এই গরমে যেখানে-সেখানে হার্ট অ্যাটাক হতে পারে যে কারও! কীভাবে আটকাবেন, রয়েছে খুব সহজ উপায়

advertisement

কিন্তু ওই এটিএম থেকে টাকা না ওঠায় পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি নয়নকে বলেন পুনরায় কার্ডটি পাঞ্চ করার জন্য। এমনকী ওই ব্যক্তি নিজে নয়নের কার্ডটি নিয়ে নিজে টাকা তুলে দিতে যায়। সেই সময়ই পাশে দাঁড়িয়েছিলেন নয়ন। কিন্তু তাতেও টাকা ওঠেনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু যা হওয়ার হয়ে গিয়েছে এর মধ্যেই। হাত বদল হয়ে গিয়েছে এটিএম কার্ড। আসলে ওই অভিযুক্তই নয়ন মাইতিকে একটি অন্য কার্ড দিয়ে চলে যায়। কার্ডটি যে বদল হয়ে গিয়েছে তা বিন্দুমাত্র বুঝতেও পারেননি নয়নবাবু। কিছু সময় পরেই এটিএম থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ আসে ফোনে। এরপরই থানায় অভিযোগ জানান ওই ব্যক্তি। এভাবে টাকা হাতিয়ে নেওয়ায় আশঙ্কাও ছড়িয়েছে দিঘাজুড়ে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় গেলেই সাবধান, সব টাকা খোয়া যেতে পারে! পর্যটকের সঙ্গে যা ঘটল, যে কারও সঙ্গে ঘটতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল