আরও পড়ুনঃ পুরীর আর দিঘার জগন্নাথ মন্দির কি পুরোই এক? রয়েছে বিরাট এক পার্থক্য! সবার প্রথমে জানুন
বুধবার বিকেলের পর ঝড়বৃষ্টিতে শুরু হয় দিঘাতে। আবহাওয়া দফতরের খবর অনুসারে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্য তথা জেলার জনপ্রিয় পর্যটন নগরীর তাপমাত্রা বাড়ছে।
advertisement
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আজ ১৩ মার্চ বুধবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সর্বত্রই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বিকেলের পর দিঘা-সহ জেলায় জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
পঙ্কজ দাশ রথী