TRENDING:

রাজনৈতিক আদর্শ আলাদা? সমস্যা কী! সোনারপুরে সুজন চক্রবর্তীকে রাখি বাঁধলেন বিধায়ক লাভলি মৈত্র

Last Updated:

Sujan Chakraborty Lovely Maitra সোনারপুরে রাখি হাতে বিধায়ক লাভলি মৈত্র, রাস্তায় সুজন চক্রবর্তীকে দেখেই এগিয়ে এলেন! তার পর?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনারপুর, সুমন সাহা: সোনারপুরের তেমাথায় শনিবার দেখা গেল রাজনৈতিক ভিন্ন মতাদর্শের দেওয়াল ভেঙে এক আনন্দময় দৃশ্য। পশ্চিমবঙ্গ যুবকল্যাণ দফতর ও সোনারপুর ব্লকের উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক লাভলি মৈত্র। সকাল থেকেই হাসিমুখে তিনি আসা-যাওয়ার পথে সকলের হাতে রাখি পরাচ্ছিলেন। ছোটো থেকে বড়ো, নারী থেকে পুরুষ কাউকে বাদ রাখেননি তিনি। এইসময় হঠাৎ করেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিপিএমের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী।
advertisement

একাধিকবার গর্ভপাত! স্বামীর পরকীয়া হাতেনাতে ধরে ফেলেন, মাত্র ২৮-এ অভিনেত্রীর জীবনে এ কী হল?

বলুন দেখি, ভারতের ১ টাকা কোন দেশের ৫০০ টাকা? ৯৯ শতাংশই বলতে গিয়ে মাথা চুলকোবেন!

দেখা হওয়া মাত্রই লাভলি মৈত্র এগিয়ে এসে তাঁকে রাখি পরানোর প্রস্তাব দেন। রাজনৈতিক মতের ফারাক সেদিন আর বাঁধা হয়ে দাঁড়ায়নি। হাসিমুখে রাখি পরতে রাজি হন সুজন চক্রবর্তী। রাখীপরানোর পর লাভলি বলেন, “আগামিদিন যেন ভাল কাটে, সবার সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় থাকুক, আর সুজনদা যেন ভাল থাকেন— এই আমার প্রার্থনা।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রত্যুত্তরে সুজন চক্রবর্তীও রাখিবন্ধনের মূল মন্ত্র তুলে ধরেন— “এই দিনে বোন ভাইয়ের মঙ্গল কামনা করে, আর ভাই বোনের সুরক্ষার দায়িত্ব নেয়। রাজনীতি আমাদের পেশা, কিন্তু সম্পর্ক মানবিক।”অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ এই মুহূর্তের সাক্ষী হয়ে বলেন, “এটাই বাংলার সংস্কৃতি— ভিন্ন মত হলেও হৃদয়ের বন্ধন ছিন্ন হয় না।” অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করেন এই খুশির দৃশ্য। রাখীবন্ধন উৎসব বরাবরই ভ্রাতৃত্ব, ঐক্য আর বিশ্বাসের প্রতীক। এদিনের এই ঘটনা প্রমাণ করল, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় রাখা সম্ভব। লাভলী মৈত্র ও সুজন চক্রবর্তীর এই সৌহার্দ্যের মুহূর্ত তাই ছড়িয়ে পড়ল এলাকাজুড়ে, আর মনে করিয়ে দিল— রাখীর আসল মানে হলো হৃদয়ের বাঁধন, যা রাজনীতির সীমানা ছাড়িয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজনৈতিক আদর্শ আলাদা? সমস্যা কী! সোনারপুরে সুজন চক্রবর্তীকে রাখি বাঁধলেন বিধায়ক লাভলি মৈত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল