TRENDING:

Diet Chart for Animals: হরিণ থেকে ময়ূর সবাই এবার খাবে ডায়েট মেনে, স্বাস্থ্য ভাল রাখতে নয়া ডায়েট চার্ট চিড়িয়াখানায়

Last Updated:

Diet Chart for Animals: বন্যপ্রাণীদের জন্য তৈরি হয়েছে নয়া ডায়েট চার্ট , কি কি ব্যবস্থা নেয়া হয়েছে সুরুলিয়া মিনি জু-তে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : প্রতিনিয়ত গরমের দাপট বেড়ে চলেছে। কোনওভাবেই স্বস্তি পাচ্ছে না জেলার মানুষেরা। একাধারে গরম তার উপর আর্দ্রতা জনিত অস্বস্তি নাজেহাল দশা জেলা পুরুলিয়ার মানুষদের।এই তীব্র দাবদাহে পুরুলিয়া শহরের উপকণ্ঠে কংসাবতী উত্তর বনবিভাগের সুরুলিয়া মিনি জু’তে বন্যপ্রাণদের সবল ও সুস্থ রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে বন দফতর। বদল করা হয়েছে ডায়েট চার্ট। প্রাণীরা সাধারণভাবে যা খাবার খায় তার ৭০ থেকে ৫০ শতাংশ কম খাবার দেওয়া হচ্ছে। যাতে পেট গরম না হয়। সেই সঙ্গে খাবার জলে থাকছে ওয়ারেস, গ্লুকোজ।
advertisement

আরও পড়ুন – West Bengal Thunderstorm Alert: ইয়েলো অ্যালার্টের চোখরাঙানি, ধেয়ে আসবে দাপুটে ঝোড়ো হাওয়া, বৃষ্টিতে তোলপাড় চারদিক

হরিণকে বেশি করে খাওয়ানো হচ্ছে শসা, কচি পাতা। ভল্লুককে দেওয়া হচ্ছে লাল তরমুজ। খাবারে জলের পরিমাণ বেশি রয়েছে। জলকেলির জন্য ওয়াটার পুল তৈরি করা হয়েছে। সেই সঙ্গে মাথার উপর সবুজ আচ্ছাদনে রঙবাহারি ছাতায় তৈরি হয়েছে একেবারে শীতল আবহ। সম্বর, চিতল হরিণের জন্য তৈরি করা হয়েছে ওয়ালো পুল। হরিণ যাতে খাঁচার মধ্যে এই প্রখর দাবদাহেও অবাধে বিচরণ করতে পারে তার জন্য মাথার উপরে দেওয়া হয়েছে এগ্রো নেট।

advertisement

একইভাবে ফিশিং ক্যাট, হায়নার মত বন্যপ্রাণীরা যাতে খাঁচার মধ্যে এই রোদেও ঘোরাফেরা করতে পারে তাই আমব্রেলা শেডে করা হয়েছে। চৌবাচ্চায় সব সময় ঠান্ডা জল রাখা হচ্ছে যাতে হরিণের দল তৃষ্ণা নিবারণ করতে পারে। বাঁদর ও পাখিদের মত প্রাণীকে স্প্রিংল্কারে স্নান করানোর ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে কংসাবতী নর্থ বন বিভাগের অতিরিক্ত জেলা ফরেস্ট আধিকারিক পূরবী মাহাতো বলেন , আমরা যতটা পেরেছি পশু পাখিদের যত্ন নেওয়ার চেষ্টা করছি।

advertisement

View More

এখনও পর্যন্ত এই গরমে কারোর কোনও সমস্যা হয়নি। আমাদের কর্মীরাও যথেষ্ট পরিমাণে নজরদারি রেখেছে। জেলা পুরুলিয়ার অন্যতম দর্শনীয় স্থান সুরুলিয়া মিনি জু। এই জু-তে বহু পশু পাখি রয়েছে। অনেকেই পুরুলিয়া বেড়াতে আসলে এই জু-তে আসেন। ‌ এই গরমের দিনে জু-এর সদস্যরা যাতে সুস্থ থাকে তার জন্য তৎপর বনবিভাগ।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Sharmistha Banerjee

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Diet Chart for Animals: হরিণ থেকে ময়ূর সবাই এবার খাবে ডায়েট মেনে, স্বাস্থ্য ভাল রাখতে নয়া ডায়েট চার্ট চিড়িয়াখানায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল