এ দিন রাতে তমলুক থেকে কাঁথিতে নিজের বাড়ির দিকেই ফিরছিলেন দিব্যেন্দু অধিকারী৷ তখনই ১১৬বি দিঘা- নন্দকুমার জাতীয় সড়কের উপরে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি৷ অভিযোগ, উল্টো দিকে থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি দিব্যেন্দু অধিকারীর গাড়িতে ধাক্কা মারে৷ যদিও দুর্ঘটনার পরেই লরি নিয়ে গা ঢাকা দেয় লরির চালক৷ ঘাতক লরিটির খোঁজ শুরু করেছে পুলিশ৷
advertisement
দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হলেও ঘটনাস্থল থেকে ওই গাড়িতেই কাঁথির উদ্দেশ্যে রওনা দেন দিব্যেন্দু৷ ১১৬বি জাতীয় সড়কটি যথেষ্টই দুর্ঘটনাপ্রবণ৷ দিঘা, মন্দারমণি যাওয়া বা ফেরার পথে বহু পর্যটকও এই রাস্তার দুর্ঘটনার কবলে পড়েছেন৷ এ বার বরাতজোরে রক্ষা পেলেন তমলুকের সাংসদ নিজেই৷ জাতীয় সড়ক হলেও দুই রাস্তা সংকীর্ণ হওয়ার কারণেই নিয়মিত দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2021 11:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dibyenu Adhikari: দিঘা যাওয়ার রাস্তায় মরণফাঁদ! বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন সাংসদ দিব্যেন্দু অধিকারী