TRENDING:

Diamond Harbour: হুবহু 'স্পেশাল ২৬', ভুয়ো সিবিআই, ইডি অফিসার সেজে প্রতারণা, ডায়মন্ড হারবারে গ্রেফতার ৫

Last Updated:

বলিউডের জনপ্রিয় ছবি 'স্পেশাল ২৬' মনে আছে? সেই স্টাইলেই এবার প্রতারণা। সিবিআই, ইডি, সিআইডি পরিচয় দিয়ে মানুষজনকে ভয় দেখানো ও প্রতারণার  অভিযোগে ডায়মন্ড হারবারে গ্রেফতার ৫ জন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার, নবাব মল্লিক: বলিউডের জনপ্রিয় ছবি ‘স্পেশাল ২৬’ মনে আছে? সেই স্টাইলেই এবার প্রতারণা। সিবিআই, ইডি, সিআইডি পরিচয় দিয়ে মানুষজনকে ভয় দেখানো ও প্রতারণার  অভিযোগে ডায়মন্ড হারবারে গ্রেফতার ৫ জন।
ওই সংগঠনের সদস্যরা 
ওই সংগঠনের সদস্যরা 
advertisement

জানা যায়, ডায়মন্ড হারবারের ১৪ নং ওয়ার্ডে একটি অফিস খোলে অভিযুক্তরা। দক্ষিণ ২৪ পরগনার একাধিক বাসিন্দাকে ভয় দেখিয়ে প্রতরণা চক্র খুলে বসে। প্রতারকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এর পরেই গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। ইতিমধ্যে এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। তিনি জানিয়েছেন, ” অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু হয়। অভিযুক্তদের গতিবিধির উপর নজর রাখা হয়।  জানা গিয়েছে এদের মূল অফিস দক্ষিণ দিনাজপুরে। এরা একটি সংগঠন খুলে লোগো, ব্যাজ, আইকার্ড তৈরি করে তার যথেচ্ছ ব্যবহার করত। এমনকি সরকারি লোগো নকল করার মতো ঘটনাও ঘটিয়েছে। এরা বলিউডের ছবি ‘স্পেশাল ২৬’ এর আদলে ভুয়ো সিবিআই, ইডি অফিসার, সিআইডি, ভিজিল্যান্স, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিক সেজে ভয় দেখাত। এই কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের কিংপিন হল কলকাতার লেক থানা এলাকার ফাল্গুনী চট্টোপাধ্যায়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম সুজাউদ্দিন শেখ, গোপাল বারিক, সন্দীপ বর্মন, মোস্তাকিন মোল্লা ও জামাল হালদার।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Diamond Harbour: হুবহু 'স্পেশাল ২৬', ভুয়ো সিবিআই, ইডি অফিসার সেজে প্রতারণা, ডায়মন্ড হারবারে গ্রেফতার ৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল