জানা গিয়েছে, বিষ্ণুপুরের নেপালগঞ্জের এক ব্যবসায়ী নগেন্দ্র বাজার থেকে কয়েকশো কেজি ইলিশ কিনে ফিরছিলেন। কিন্তু মগরাহাট থানার নাকা চেকিংয়ে ধরা পড়ে গাড়িটি। তল্লাশিতে ধরা পড়ে ২৪০ কেজি খোকা ইলিশ। যেগুলির ওজন ছিল ৩০০ গ্রামের কম। এছাড়াও তার মধ্যে ছিল ২৫০ গ্রামের মাছও।
আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডার আটকে, বৃদ্ধভাতার টাকাও নেই হাতে! পুজোর মুখে ব্যাঙ্কের দরজা বন্ধ, মাথা ঠুকছেন গ্রাহকরা
advertisement
এই ঘটনার পরেই মৎস্য দফতর গাড়িটি আটক করে। পাশাপাশি ওই মাছ নগেন্দ্র বাজারে নিলামের জন্য আনা হয়। তখনই ব্যবসায়ী ও শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশের কাছে। পরে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন : পরিবেশ নিয়ে ছেলেখেলা! টাকার বিনিময়ে চলছে এই ‘নোংরা’ কারবার, অনুমতির বালাই নেই
এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত খোকা ইলিশ ধরা আইনত নিষেধ। এর জন্য রয়েছে বিশেষ নির্দেশিকাও। তা সত্ত্বেও অনেক সময় বাজারে খোকা ইলিশ দেখা যায়। আর এদিন তেমন খোকা ইলিশ আটক করার পরে এই কাণ্ড।