আবাসে দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য। যা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা-সাংসদ দেবও। ঘাটালে দাঁড়িয় দেব বলেছেন, 'যেটা ভুল, সেটা ভুল, আমার দল করলেও ভুল।' আবাস-তালিকায় দুর্নীতির কথা কার্যত কবুল করে দেব বলেছেন, 'যাঁরা গরিব, যাঁদের মাথায় ছাদ নেই, তাঁরাই পাচ্ছেন না সুবিধে।'
সোমবার নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে একাধিক কর্মসূচিতে যোগ দেন তৃণমূল সাংসদ দেব। দাসপুরে দাঁড়িয়ে রাজ্য রাজনীতির একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন টলিউড সুপাররস্টার। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে দেবের প্রজাপতি। এই সিনেমায় দেবের সঙ্গী ছিলেন বিজেপিতে নাম লেখান মিঠুন চক্রবর্তী। তাই নিয়ে রাজ্য রাজনীতির রং লাগে বেশ ভালই।
advertisement
এদিন নিজের দলের নীচু তলার কর্মীদের বার্তা দিতে আজ আরও একবার সেই মিঠুনের সঙ্গে অভিনয় করার বিষয়টিই তুলে আনেন তৃণমল সাংসদ। দেব বলেন, "আমি আর মিঠুনদা যদি বাবা ছেলের মতো থাকতে পারি তাহলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষরা কেন লড়াই করছে? রাজনীতি মানে মানুষের পাশে থাকা, আপদে বিপদে থাকা। রাজনীতির জন্য মারামারি, রক্তারক্তি করতে হবে এমনটা আমি বিশ্বাস করি না। অন্য দলকে শত্রু ভাবতেও রাজি নোই।"