TRENDING:

ভ্যাবলা রেল গেট সংলগ্ন বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক বাড়ি

Last Updated:

শিয়ালদহ ও হাসনাবাদ লাইনের ভ্যাবলা রেল স্টেশন সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন। ভস্মিভূত একাধিক বাড়ি, হঠাৎই আগুন লেগে যায় একটি বাড়িতে, তারপরে এক এক করে বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা: ভ্যাবলা রেল গেট সংলগ্ন এলাকায় বস্তিতে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই একাধিক বাড়ি। ঘটনাস্থলে রেল পুলিশ, দমকল।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার শিয়ালদহ ও হাসনাবাদ লাইনের ভ্যাবলা রেল স্টেশন সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন লাগে এদিন।
advertisement

হঠাৎই আগুন লেগে যায় একটি বাড়িতে, তার পর এক এক করে বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। একের পর এক আসবাবপত্র থেকে বাড়ির সব জিনিস থেকে শুরু করে নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থলে বসিরহাট রেল পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়। তার পরেও শেষ রক্ষা হয়নি। দমকলের একটি ইঞ্জিনের প্ররচেষ্টা প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণ আসলেওতার আগে পুড়ে সব ছাই হয়েছে বেশ কয়েকটি বাড়ি।

advertisement

আরও পড়ুন- তিন দিনেই দিঘার জগন্নাথ ধামে কত লক্ষ মানুষের ভিড়? কখন খুলছে- বন্ধ হচ্ছে মন্দির, জেনে নিন

এই আগুন কীভাবে লাগল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার ফেটে নাকি কোনও দাহ্য বস্তু মজুদ করা ছিল! নাকি অন্য কোনওভাবে এই আগুন লাগল, তা জানার চেষ্টা করা হচ্ছে। ওই এলাকায় এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে প্রশাসন। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বেশ কয়েকটি পরিবার। তাদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এলাকার জনপ্রতিনিধি। একদিকে খাবারের ব্যবস্থা, অন্যদিকে বাসস্থানের জন্য সব রকম ব্যবস্থা শুরু করেছে এলাকার মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভ্যাবলা রেল গেট সংলগ্ন বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক বাড়ি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল