TRENDING:

লালগোলায় ডেঙ্গু আক্রান্তের মৃত্যু, পরিষেবা পাওয়া না যাওয়ার অভিযোগে বিক্ষোভ চরমে

Last Updated:

Dengue in Murshidabad-ডেঙ্গু সংক্রমণ বাড়লেও  প্রতিরোধে কোনও ব্যবস্থা গ্রহণ না করায় মঙ্গলবার লালগোলার কৃষ্ণপুর স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখায় লালগোলা ব্লক কংগ্রেসের নেতা কর্মীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লালগোলা : মুর্শিদাবাদ জেলায় ডেঙ্গুর বলি এক। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল লালগোলার বাসিন্দা চুমকি দাসের। পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েক দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। রক্ত পরীক্ষা করালে তাঁর ডেঙ্গু ধরা পড়ে। দু তিনদিন থেকে বাড়িতেই চিকিৎসা চলছিল। মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় তাঁর।
অভিযোগ ওঠে হাসপাতালে রক্ত পরীক্ষার জন্য কোনও রোগী এলে দীর্ঘদিন সময় লাগে রক্তের রিপোর্ট দিতে
অভিযোগ ওঠে হাসপাতালে রক্ত পরীক্ষার জন্য কোনও রোগী এলে দীর্ঘদিন সময় লাগে রক্তের রিপোর্ট দিতে
advertisement

মৃতার বাবা বলেন, ‘‘ আমার মেয়ের কয়েক দিন ধরে জ্বর হয়েছিল। রক্ত পরীক্ষা করতেই ডেঙ্গু ধরা পড়ে। বাড়িতেই চিকিৎসা চলছিল। কিন্তু আমার মেয়ে যে এইভাবে মারা যাবে সেটা মেনে নিতে পারছি না।’’ দিন দিন জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।এই ছবিতে আতঙ্কে জেলাবাসী। এই পরিস্থিতিতে ডেঙ্গু সংক্রমণ বাড়লেও  প্রতিরোধে কোনও ব্যবস্থা গ্রহণ না করায় মঙ্গলবার লালগোলার কৃষ্ণপুর স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখায় লালগোলা ব্লক কংগ্রেসের নেতা কর্মীরা।

advertisement

এদিন ওই স্বাস্থ্য কেন্দ্রে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ স্য়ান্য়াল এলে তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতাকর্মীরা। কংগ্রেস নেতা আলমগীর শেখ বলেন, ‘‘ দিন দিন লালগোলা ব্লকে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। কিন্তু স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কোনও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।’’

অভিযোগ, লালগোলা হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা অত্যন্ত নিম্নমানের৷ অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় লালগোলা কৃষ্ণপুর স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখালেন লালগোলা ব্লক কংগ্রেসের নেতাকর্মীরা।

advertisement

আরও পড়ুন :  উৎসবের মরশুমে রেকর্ড হারে বই বিক্রি বামেদের বুকস্টলে 

মঙ্গলবার স্বাস্থ্যকেন্দ্রে সিএমওএইচ বা মুখ্য় স্বাস্থ্য আধিকারিক সন্দীপ স্য়ান্য়ালকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। লালগোলা হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ তোলেন লালগোলা ব্লক কংগ্রেসের নেতৃত্বরা। হাসপাতালের ভাল পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা পাওয়ার দাবি তোলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে কোনও পদক্ষেপ গ্রহণ না করায় লালগোলা কৃষ্ণপুর স্বাস্থ্যকেন্দ্রে মুখ্য় স্বাস্থ্য় আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন লালগোলা ব্লক কংগ্রেসের নেতা কর্মীরা।

advertisement

আরও পড়ুন :  দলমার হাতিদের জব্দ করবে শম্ভু ও মীনাক্ষি! তিন দিনের সফরে দুর্গাপুর হয়ে ঝাড়গ্রামে পৌঁছল তারা!

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এ ছাড়াও অভিযোগ ওঠে হাসপাতালে রক্ত পরীক্ষার জন্য কোনও রোগী এলে দীর্ঘদিন সময় লাগে রক্তের রিপোর্ট দিতে। সাধারণ মানুষ যেন দ্রুত পরিষেবা পায়, সেই দাবিতে এদিনের এই বিক্ষোভ। কংগ্রেসের এক নেতা বলেন অধীর চৌধুরীকে বিষয়টা জানানো হয়েছে, তিনি লালগোলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি পাঠিয়েছেন। সন্দীপ স্য়ান্য়াল জানান জেলা স্বাস্থ্য দফতর তৎপরতার সঙ্গে কাজ করছে। ডেঙ্গু প্রতিরোধে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লালগোলায় ডেঙ্গু আক্রান্তের মৃত্যু, পরিষেবা পাওয়া না যাওয়ার অভিযোগে বিক্ষোভ চরমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল