মঙ্গলবার সকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সোহায় শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের শ্বেতপুর গ্রামে ধানক্ষেত থেকে ওই যুবকের রক্তাক্ত উলঙ্গ মৃতদেহ উদ্ধার হয়েছে। অন্য কোথাও খুন করে ধানক্ষেতে দেহ ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে এলাকার মানুষজন। জানা যাচ্ছে, খুন হওয়া যুবকের নাম শরিফুল ইসলাম। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেন রাতে। কিন্তু কোন খবর পাওয়া যায়নি। পরের দিন সকালে কয়েকজন বাচ্চা মাঠের ধারে খেলতে খেলতে উলঙ্গ দেহটি দেখতে পায়। তাঁরাই খবর দেহ গ্রামের লোকজনদের।
advertisement
গ্রামবাসী ও মৃতের পরিবারের অভিযোগ, যুবককে খুন করে ধানক্ষেতে দেহ ফেলে দেওয়া হয়েছে। দেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তখন বিপুল সংখ্যক গ্রামবাসী জড়ো হয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। যুবকের খুনের সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন।