#বোলপুর: বোলপুরের পাশেই রয়েছে সরকারি অভয় অরণ্য ডিয়ার পার্ক। সেখানে লকডাউন এর মধ্যে বেশ ভালই রয়েছে হরিণের দল। বনদফতরের পক্ষ থেকে তাদের খেয়াল রাখা হচ্ছে । যাঁরা খাবার দিচ্ছেন বা যে জায়গায় খাবার দেওয়া হচ্ছে, প্রত্যেকদিন তা স্যানিটাইজ করেই খাবার-দাবার দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশিকা মেনে বাইরে থেকে কেউ ঢুকতে পারছেন না । এমনকি বনদফতরের কর্মীরাও নয়। যাঁরা প্রতিদিন খাবার দিচ্ছেন তাঁরাই ভেতরে থাকছেন । এমনকি এই গরমের মধ্যে যাতে কোনও হরিণের ডিহাইড্রেশন না হয়, তাই তাদের জন্য ওআরএস এর ব্যবস্থা করা হয়েছে, সর্বপরি বলা ভাল হরিণের কাছে পর্যটকদের ভিড় নেই আর ছবি তোলার হুড়োহুড়ি নেই । এতেই ভাল রয়েছে হরিণের দল, বলে মন্তব্য করেন শান্তিনিকেতনের পশুপ্রেমী উর্মিলা গঙ্গোপাধ্যায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2020 11:51 AM IST