রাতে গাড়ি চালানোর সময় হঠাৎ করেই চালকের চোখে ঘুম চলে আসে। মুহুর্তের মধ্যেই সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জাতীয় সড়কের পাশে থাকা একটি খুঁটিতে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার দলবতিপুর এলাকায় ১৬ নং জাতীয় সড়কের উপরের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা। চালকের পাশাপাশি প্রাণ যেতে পারত পথচারীদেরও। তবে দুর্ঘটনার জেরে গাড়িটির ক্ষতি হলেও প্রাণে বেঁচে গিয়েছেন চালকের আসনে থাকা ওই ব্যক্তি। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
খুঁটিতে ধাক্কা লেগে গাড়ি প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে ওই ব্যাক্তি নিজেই গাড়ি চালিয়ে খড়্গপুর থেকে পাঁশকুড়ার দিকে যাচ্ছিলেন। গাড়ি চালানোর সময় হঠাৎ করেই তার ঘুম চলে আসে। আর তারপরেই গাড়ি বেগতিক হয়ে জাতীয় সড়কের পাশে থাকা একটি খুঁটিতে ধাক্কা মারে। হতাহতের ঘটনা ঘটেনি। তবে বড় দুর্ঘটনা ঘটতে পারত।